সভ্যতা নির্মাণে সদা নিয়োজিত কারিগরদের নিয়ে কালে কালে বাঙলা ভাষায় অসংখ্য কবিতা লেখা হয়েছে। আজ ঐতিহাসিক মে দিবসে শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা জানিয়ে বর্তমান সময়ের ২৫ জন কবির কবিতা নিয়ে আমরা প্রকাশ করলাম ‘মে দিবসের কবিতা’ সংখ্যা। প্রিয় পাঠক- পড়ুন, মন্তব্য করুন। মে দিবসের শুভেচ্ছা।
পূর্বের ন্যায়, বানানরীতি লেখকের নিজস্ব; আর লেখার বিন্যাস প্রথাগত কোনও নিয়ম বা সূত্র বা বড় বা ছোট লেখক, কাঁচা বা পাকা লেখা এইসব অশ্লীল বিবেচনায় বিন্যস্ত নয়। সূচি দেখে লেখকের নামে ক্লিক করে লেখা পড়ুন।
এ সংখ্যাটি হিমালয় হিমুকে উৎসর্গ করা হলো।
[ অনলাইন সংখ্যা ২ ]
সূচি:
সম্পাদকীয়র বদলে
কবিতা
সাম্য রাইয়ান ও ইয়ার ইগনিয়াস-এর কবিতা ভালো লাগলো।
উত্তরমুছুনঅভিনন্দ।
পাঠ নিলাম। কবিকুলের জন্য শুভেচ্ছা।
উত্তরমুছুনভালো উদ্যোগ সাম্য দাদা। আপনার এই কার্যক্রম আমার খুব ভালো লাগছে। সত্যি তুমুল হয়েছে।
উত্তরমুছুনVery very very nice work. Love it.
উত্তরমুছুনভালো লেগেছে। ধন্যবাদ।
উত্তরমুছুনখুব সুন্দর আয়োজন৷ বিন্দুুুর জন্য অনেক অনেক ভালবাসা৷ হ্যাটস অফ
উত্তরমুছুন