পুঁজিবাদী
শ্রমজীবি মাছের যত অভিযোগ
আমিষি চক্রান্তের জলে বলক দিয়ে ওঠার আগেই
সে ধুয়ে যায় স্রোতের প্রলোভনে।
স্নেহশীল নদীতে নেমে, হে প্রতিবাদী মাছ?
তুমি কেন বারবার দ্বিধান্বিত হয়ে যাও
পুঁজিবাদী বন্যার ডাকে?
কুয়াশা পরাণের ক্রোধ
তোমাদের শাশ্বত আশ্বাসে আর উল্লসিত হয় না আমাদের কুয়াশাপরাণ।
চকিত ঈশারায় দিনে দিনে যারা জেনে গ্যাছে তোমাদের লিমেরিক ধোকা!
তারা আমাদেরই প্রানবন্ত চোক্ষুদ্বয়।
এই উৎতপ্ত স্রোতে, হে নাক ডাকা কুমির?
তোমাদের দেখাবো এবার ক্রোধের শানেনুজুল ও রাগান্বিত অক্ষরের ঢেউ।
শ্রমজীবি মাছের যত অভিযোগ
আমিষি চক্রান্তের জলে বলক দিয়ে ওঠার আগেই
সে ধুয়ে যায় স্রোতের প্রলোভনে।
স্নেহশীল নদীতে নেমে, হে প্রতিবাদী মাছ?
তুমি কেন বারবার দ্বিধান্বিত হয়ে যাও
পুঁজিবাদী বন্যার ডাকে?
কুয়াশা পরাণের ক্রোধ
তোমাদের শাশ্বত আশ্বাসে আর উল্লসিত হয় না আমাদের কুয়াশাপরাণ।
চকিত ঈশারায় দিনে দিনে যারা জেনে গ্যাছে তোমাদের লিমেরিক ধোকা!
তারা আমাদেরই প্রানবন্ত চোক্ষুদ্বয়।
এই উৎতপ্ত স্রোতে, হে নাক ডাকা কুমির?
তোমাদের দেখাবো এবার ক্রোধের শানেনুজুল ও রাগান্বিত অক্ষরের ঢেউ।
মন্তব্য