বিন্দু প্রকাশিত প্রতিটি লেখা সম্পর্কে আমরা আপনাদের আপনাদের বক্তব্য-মন্তব্য জানতে আগ্রহী। আমাদের ওয়েবসাইটে মন্তব্য করার জন্য কোনরকম লগইন বা রেজিস্ট্রেশন করতে হয় না। আপনি নির্দ্বিধায় আপনার মনের ভাবনা প্রকাশ করতে পারেন। এমনকি আপনি আপনার নাম-পরিচয় গোপন রেখেও একজন ‘নামহীন’ হিসেবে মন্তব্য করতে পারেন। যে কথা আপনি আমাদেরকে একান্তে বলতে চান, তা ইমেইল ফরম ব্যবহার করে জানিয়ে দিন।
ফরাসি দার্শনিক ভলতেয়ারের একটি উক্তি বেশ জগদ্বিখ্যাত। সেটি হচ্ছে ‘তোমার মতামতের সঙ্গে আমি হয়তো একমত নাও হতে পারি; কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে যাব।’
আমরা মনে করি এই চিন্তাই হচ্ছে আধুনিক গণতন্ত্রের ভিত্তি। তবে এর সুযোগ নিয়ে যদি কেউ স্বাধীন মত প্রকাশের ব্যবস্থাকেই উৎখাত করতে চায় তা কখনই গ্রহণযোগ্য হবে না...
মাঝে মাঝে যান্ত্রিক কারণে কোনও কোনও মন্তব্য তাৎক্ষণিকভাবে প্রকাশিত না-ও হতে পারে। সে বিষয়ে আমাদের ই-মেইল করে জানাতে পারেন।
আলোচনার পরিবেশ নির্মল রাখার জন্য কিছু মন্তব্য আমাদের দ্বারা বাতিল হতে পারে। মন্তব্য-পাতন প্রক্রিয়ায় যে সব মন্তব্য অপ্রকাশযোগ্য বলে বিবেচিত হতে পারে, সেগুলো হল:
১। অযাচিতভাবে কোনরকম সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় বক্তব্য প্রদান।
২। কারও লিঙ্গ, জাতীয়তা, ধর্ম ইত্যাদি বিষয়ে ব্যক্তিগত আক্রমণ বা অশোভন শব্দ/বাক্য ব্যবহার করা।
৩। অপ্রাসঙ্গিক বিষয় আলোচনা করা।
৪। অপ্রয়োজনীয়ভাবে অন্য ওয়েবসাইটের লিংক ব্যবহার করা।
৫। বিজ্ঞাপন জাতীয় যে কোন রকমের প্রচারণা করা।
আপনার করা মন্তব্য যদি প্রকাশ না হয়, তাহলে দেখুন তো উপরিউক্ত নিষেধাজ্ঞাগুলোর কোনোটি করে ফেলেছেন কি না? যদি তা না হয় তাহলে মন্তব্য ফরম ব্যবহার করে আপনার বক্তব্য সরাসরি আমাদের নিকট পাঠিয়ে দিন। আমাদের অজ্ঞাতসারে নানারকম যান্ত্রিক সমস্যার কারণেও আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অপ্রকাশিত থেকে যেতে পারে।