(কবি সাম্য রাইয়ানকে)
ভষ্মদৃশ্যের পাশে গলে যেতে যেতে বুঝেছি----আমারো রয়েছে মোমের স্বভাব----গাঢ় হয়ে যেতে পারি নিমেষেই।
তা
র
প
র
নদীর নিয়মে বয়ে যায় সবকিছু।
জণ্ডিশরোগীর চোখের মতো হলুদ হয়ে এলে
আকাশ----পাখি, পৃথিবীর কর্মঘন্টা বাজায়ে দেয়। পৃথিবীর ব্যাসার্ধ মেপে মেপে ক্লান্ত সূর্য
বনমোরগের সাথে শুয়ে পড়ে। চাঁদের শাসনে সমুদ্র উগ্র হয়ে ওঠে----জলেশ্বরীতে জোয়ার আসে। শিরদাঁড়াহীন পৃথিবী-বব দুলতে থাকে ঝুলনবিন্দু ধরে----শ্রমিকের বেতনের মতো...
কারও মেলে না দু’দণ্ড দাঁড়ানোর অবসর
কেউ দেখে না ভষ্মদৃশ্যের পাশে খণ্ডিত জীবন!!
মন্তব্য