আমি আজীবন আঙুল চুষব
আঙুল চুষব প্রিয়
দুধভাত সেজে ঢেকুর-তৃপ্ত
তাবৎ খেলার মাঝে
বুদ্ধি বিদ্যা তৃষ্ণা কমিয়ে
বাড়া ভাতে মই দিও
আঙুলে আঙুল যেন না লাগে
নজর সেদিকে জোর
জোয়ারের জলে চিবুক ডুবিয়ে
কচুরীর পানা যতো
ভরা জোছনায় অমাবস্যার
নতুন ছবক রাঙে
আঙুল ধরার প্রবণতা ফের
সামলে নিলেই ব্যাস
নতুবা আঙুল উচ্চে ওঠালে
দেখিয়ে ছাড়বে দিক
শ্রমদিবসের বিউগল যেন
চুপচাপ থাকে ভোরে
শিকাগোর কথা মহান দিবসে
শিকায় রাখবে তুলে
হাতুড়ি পিটাও কারখানা কলে
হাতুড়ি বুকের ঢাকে
মুগুর ওঠাও মুগুর ওঠাও
আঙুল নামাও নীচে
আমাদের আজ দুধভাত দাও
উৎপাত যতো থাক
আঙুল চুষব দিবস রাত্রি
স্বপ্নে বসাবো হাট
বরাবরের মতোই মুগ্ধতা বন্ধু কবি জিললুরের কবিতায়!
উত্তরমুছুন