তোমার শরীর জাগাইতে আমি যে শ্রম দিয়া গেছি, তারে মূল্যহীন কইরা তুমি নিরাশায় আত্মহত্যায় গেলা? তোমার কাছে জীবনডা এমনই খেলা? মনে হইতাসে, মাটিরে ভেদ করা যোদ্ধা চারারে, জিহ্বার এক টানে মুখে পুইরা লইলো খামার থিকা ছুট দেওয়া এক বাছুর।
তোমার লিগা সস্তার চাষীরা ঘাম ঝরাইয়া আইনা দিছিলো চাইল ডাইল। তোমারে সাজানের লিগা মুখস্ত দর্জিরা সেলাইয়া গেলো কততো রঙবেরঙ এর কাপড়। তোমার লিগা ইটের পর ইট গাইতথা বানান হইলো বাড়ি মসজিদ মন্দির। তোমার অসুখের রাইতে বড় রাস্তার ধারের ওষুদ বেচা বেডাডা মাঝরাইত তরি খোলা রাখছিল দোহান। আমাগো বাড়ির পুবধারে, নিজেগো সব বেইচা স্কুল বানাইছে আক্কাস আলীর শহর ফেরত ছোড পোলাডা। আর তুমি বাছুরের মুখে হুইততা পরলা?
ভাতের বাসনে পাথর দেইখা তুমি চাইলের দোকানের চামার আলীরে গাইল দিতা। আর তোমার মাওযে চাইল থিককা একটা একটা কইরা পাথর বাইছা বানাইতাসিল তোমার লিগা পথ ! গার্মেন্সে তোমার বইনরে ঠকায় বইলা তুমি মালিকের চৌদ্দগুষ্টিরে গাইল দিতা, আর তোমার বইন যে তোমার লিগা বানাইতাছিল স্কুলের সুন্দর জামা। আমাগো বুয়ের চিকিসসা করবো বইলা শহরের ডাক্তারি ছাইড়া আক্কাস আলীর ছোট পোলাডার ইটের পর ইট গাইতথা তুললো নয়া ঘর। পোলাডার সাহসডারে তুমি এমনেই ধসায়া দিলা?
এতো এতো জোয়ান শ্রমিক, গতরে আহে নদীর স্রোতের লাহান ঘাম। হাতুরি শাবল লইয়া পুথির দাদুর লাহান বাজনা বাজায়, আর গইরা তোলে রাজা রানী উড়াল গাড়ি মেকাপ নারী। তুমি সব কিছু অস্বীকার কইরা আত্মহত্যায় গেলা?তোমার কাছে জীবনডা এমনই খেলা? মনে হইতাসে, মাটিরে ভেদ করা যোদ্ধা চারারে, জিহ্বার এক টানে মুখে পুইরা লইলো খামার থিকা ছুট দেওয়া এক বাছুর। দামে এমুন ঠকাইলা আমাগোরে?
মন্তব্য