আকাশ ভরা মে মাস ঘন হয়ে আছে
উত্তাপে পায়ের স্যান্ডেলে আকাশ এঁটে
বাবা ঘরে ফিরে শ্রম আর রাজাদের ছবি আঁকে
মা তো সারাজীবন শ্রমিকের মে দিবস হয়েই থাকে
আমরা আমাদের হাতের রেখা ধরে
মৃদু হয়ে যাইতেছি ধীরে
চিন্তার মধ্য দিয়ে যাইতে চাইতেছি
অথচ ঘন হয়ে ছুটতেছে সবাই
র্যাট রেস
এখানে র্যাট-রেস জমে গেছে খুউব
দুনিয়ার একদিকে খিদা নিয়ে দাঁড়ায়ে সবাই
দুনিয়ার একদিকে খিদা
আর আরেক দিকে তত্ত্ব কচলায়ে বেখাপ্পা
আর আরো বহু দিক আছে প্রচলিত
কতিপয় গাধাদের হাতে সম্মানিত
কতিপয় গাধা উঠে আছে গাছে
কতিপয় গাধারা মাথায় উঠে উঠে নাচে
মেঘে মেঘে ঘষাঘষি
আর তাই হাহা হিহি
তোমরা বিরক্তিকর
বেকুবের মতো খালি হাসো
গভীরতা চাই
আরো সুরভী মগজ চাই
নাই? চিনতে তো পারতেছ না আমারে
আর আমিও তো ঠিক তাই
সুরভী মগজের উদগ্র বাসনায়
সলজ্জ শরীরের উজ্জ্বল কামনায়
বেচাকেনার জন্য প্রস্তুত
সার্টিফিকেট সাজায়ে আছি
সত্যায়িত আছি
চাকরির বাজারে দাঁড়ায়ে ঝিরিঝিরি
আমরা আমাদের হাতের রেখা ধরে
মৃদু হয়ে যাইতেছি ধীরে
মন্তব্য