লাল রঙে কাজ করা তোমার তারিখ
ঘাড় ত্যাড়া হাঁটুভাঙা দ
এতো কিছু পাল্টায় পাল্টাচ্ছে ভেঙে পড়ছে
অথচ তোমার লাল রঙের পহেলা মে
ত্যাদড়তারিখ ঠ্যাডা
যে কোন নতুন ক্যালেণ্ডারেও তিনি
হাটুভাঙা দ
আমার পহেলা মে ছুটির দিন
নির্ঝঞ্ঝাট পারিবারিক দিবস
বারান্দার রেলিঙে হেলান দিয়ে পত্রিকা পড়ি
কিংবা রিমোট বাটন টিপে টিপে ঘুরি চ্যানাল পাড়া
আর ইউটিউব থেকে শেখা গিন্নীর রান্নার ঘ্রাণে
অর্ধভোজনে ঢেকুর তুলে বলি
আহা! পাবলিক হলি ডে।
আর হ্যা পরিবারে যেমন তেমনি ফ্যাক্টারিতেও
রেখেছি বিশেষ হেলথকেয়ার
আমার ফ্যাক্টরি শ্রমিকবান্ধব
আমি আমরা মানে কর্মীরা একই ফ্যামিলি মেম্বারের মতো।
তোমার পহেলা মে রাগী ত্যাদড় হাটুভাঙা দ
ইচ্ছে করে পোড়া মোবিল কিংবা আলকাতরার ড্রামে চুবাই
অথবা আমার ইটভাটার চুল্লিতে যেমন আস্ত গাছ
পুড়িয়ে ছাই করি
তেমনি ক্যালেন্ডারে আঁকা লাল রঙের তারিখ পুড়ি।
তুমি তো জানো না আমার ফ্যাক্টরি ওয়ালে এঁকেছি
মুষ্টিবদ্ধ হাত ও হাতিয়ার
আমাদের যৌথতার উপখ্যান
আর ফ্যাক্টরি রিংটোনে রেখেছি
দুনিয়ার মজদুর
এক হও
এক হও
লড়াই করো
লড়াই করো
তুমি কল করে দেখো। শুনতে পাবে।
মন্তব্য