যদি তোমার ফেরার দাবীতে এই প্ল্যাকার্ড মিছিল থামাই,
কবিতার খাতার সব শব্দ তুলে নিয়ে নতুন কলমে-
এক বিপরীত বোধ নামাই!
তবে তুমি আর কোথায় ফিরে আসবে বলো,
কখনো যদি আবার ইচ্ছে হয়, জড়িয়ে ধরতে আমায়!
যদি, এক দুপুরে তোমার কথা আর না পড়ে মনে!
যদি সেই বিকেলে আমি আবার প্রেমিক হয়ে উঠি!
অন্য কারও হাতের উপর আমার এ হাত রাখি,
তবে তুমি হঠাৎ ফিরে এলে-
তোমার ঐ হাত রাখবে কোথায়!
আর এসোনা, স্মৃতির পাতায় অমন করে আর হেসোনা,
হাওয়ায় সাথে তোমার চুলের ইচ্ছেপূরণ ঘর বেঁধোনা,
খাতায় লেপ্টে যাওয়া কালির ভেতর শব্দ যেমন লুকিয়ে পড়ে,
তুমিও তেমন লুকিয়ে পড়ো, মুছে যাওয়ার আড়াল নিয়ে!
মন্তব্য