তামাম পথ থেমে গেছে; হত্যাপ্রবণ হয়ে গেছে অনুভূতি-
লুকিয়ে গেছে কথারা তারাধূলি পথে;
জীবনের মাপে হালখাতায় মৃত্যুর ফরমান।
হাসিটা চাঁদের মুখে দিয়ে, ব্যথার গর্জন বুকে নিয়েছে সাগর।
তোমাকে অনুবাদ করতে গিয়ে উড়ে গেলো পাখি-
ডানার পালকে মেখে নিলো স্বপ্নালো, চোখের গভীরে চোখের ভাষা; ছায়াটুকু চোখে রাখি।
প্রতিশ্রুতি, শপথ ভঙের অজুহাতে অস্বীকার করছে দিনের আলো।
আঙ্গুলের ডগায় ফুটেছে রক্তরাগ; শিমুলের ঝরে যাওয়া আর্তনাদ বুকে বড় বাজে-
জীবনের সায়াহ্নে এসে জীবনের বীজ জলজবুক খোঁজে।
মোসাফির পায়ের জোরে নয়; মনের জোরে পথ চলে।
হবে উচ্ছ্বাস, হবে কোলাহল, রঙের খেলায় রাঙাবে মন নতুন কোন রঙে-
পাথরের গায়ে পাথর নিজেকে জোড়ে না, পাথরের গায়ে পাথর নিজেকে ভাঙে।
মন্তব্য