জ্বলছে চিতা জ্বলছে, হিমালয় হিমু পুড়ছে
হিমালয় দেহে রাষ্ট্রের চিতা আগুনে পুড়ে গলছে
হিমালয় গলে প্লাবন হলে কী হবে কেউ জানে না
সেই মহা প্লাবনের স্রোত ভেদাভেদ মানে না
রাষ্ট্র তুমি এক চোখ বুজে আকাশে আকাশে চলো
রাষ্ট্র তুমি পায়ের তলার মাটিকে মিথ্যা বলো
আকাশ তোমার উল্টে গেলে বিমানেরা ঠেলাগাড়ি
রাষ্ট্র তুমি চিনে নেবে কবে তোমার আসল বাড়ি
লাশের মিছিলে দাঁড়িয়ে একা হিমালয় পুড়ে ছাই
হিমালয় গলে প্লাবন হলে তোমারও তো রক্ষা নাই
রাষ্ট্র তুমি চরিত্রহীন, মরে পচো প্রতিদিন
রাষ্ট্র তোমার শবযাত্রায় বুড়ো শালিকের বীণ
জ্বলছে হিমু জ্বলছে, হিমালয় গলে পড়ছে
হিমালয় মানে রাষ্ট্রের চিতা, জ্বলে জ্বলে গলছে
হিমালয় গলে প্লাবন হলে কী হবে কেউ কি জানে
প্লাবনের জল ভেঙে দেবে সব লেলিহান এই গানে
মন্তব্য