রাষ্ট্রে নাকি বিপ্লব হবে। আস্থাভাজন ভাইয়েরা
মশাল মিছিলে যাবে,
মশাল থেকে আগুন নিয়ে সিগারেট জ্বালাবে৷
আমাকে ডাকলো, আমি মশাল হাতে নিয়ে
বোকাচণ্ডীর মত দাঁড়িয়ে আছি।
স্লোগান দিচ্ছে কারা? রণদীপ সাহারা?
পেছনে তাকিয়ে দেখিনা কাউকে
রণদীপ সাহাদের নয়, পেয়েছি আমাকে
মশাল হাতে, 'দাঁড়ানোর মত জায়গা তো রাখুন!'
বলেছে কে যেন, তাকিয়ে দেখি,
চোখে তার পুরোটাই আগুন।
'নমস্কার দিদি', কপালে সিঁদুর দেখে সামলে দাঁড়াই
সামনে বিরাট মিছিল, পেছনে যারাই
থাকুক, আমার ভেতর আমাকে নাড়াই
জেগে উঠতে দেরি হয়, মাঝে কত ক্ষতি-ক্ষয়
মিছিল সামনে এগো।
মশাল হাতে, 'দাঁড়ানোর মত জায়গা তো রাখুন!'
বলেছেন যিনি, তাকে আমি চিনি
বুক তার চিড়ে যাওয়া, খুন।
একটি দেশ চাইছে দাঁড়াতে, জায়গা দখল হয়ে গেছে নাকি- লিখেছে পেপার
'এই দেশ কারুর একার নয়- সবার'।
এই মন্ত্রে মিছিল যায়, দৈর্ঘ্যে বাড়ে। প্রস্থে বাড়ছে জুলুম
সামনে দাঁড়ানো নাবিকেরা- চেনে না সমুদ্র, পথ ভুলে আছে বেমালুম।
মন্তব্য