প্রচ্ছদ: ইবনে শামস |
সম্পাদকীয়:
‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় / হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে / হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে / কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়’। -জীবনানন্দ দাশ
হেমন্তের স্নিগ্ধ, মায়াময় প্রকৃতি বাংলার মানুষের মধ্যে এক অদ্ভুত রকমের অনুভূতি তৈরি করে। মন কি বিষণ্নও হয়ে ওঠে? হেমন্তের ধূসর প্রকৃতিতে জন্ম-মৃত্যুর অনুভবও কি তীব্রভাবে অনুভূত হয়? বিন্দুর এই হেমন্তের কবিতা সংখ্যায় ১১জন কবি প্রকৃতির এই সময়কে আলাদা দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ ও অনুভব করেছেন যা তাদের কবিতায় বহুমাত্রিকভাবে ফুটে উঠেছে। প্রকৃতির রূপবৈচিত্র্যময় অনুষঙ্গকে কবিগণ গভীরভাবে আস্বাদন করেছেন। পাঠক সেইসকল কবিতার রস আস্বাদন করতে পারলেই হেমন্ত মধুময় হয়ে উঠবে।
‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় / হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে / হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে / কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়’। -জীবনানন্দ দাশ
হেমন্তের স্নিগ্ধ, মায়াময় প্রকৃতি বাংলার মানুষের মধ্যে এক অদ্ভুত রকমের অনুভূতি তৈরি করে। মন কি বিষণ্নও হয়ে ওঠে? হেমন্তের ধূসর প্রকৃতিতে জন্ম-মৃত্যুর অনুভবও কি তীব্রভাবে অনুভূত হয়? বিন্দুর এই হেমন্তের কবিতা সংখ্যায় ১১জন কবি প্রকৃতির এই সময়কে আলাদা দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ ও অনুভব করেছেন যা তাদের কবিতায় বহুমাত্রিকভাবে ফুটে উঠেছে। প্রকৃতির রূপবৈচিত্র্যময় অনুষঙ্গকে কবিগণ গভীরভাবে আস্বাদন করেছেন। পাঠক সেইসকল কবিতার রস আস্বাদন করতে পারলেই হেমন্ত মধুময় হয়ে উঠবে।
আমাদের কবিতা আহ্বানের ঘোষণা দেখে অর্ধশতাধিক ব্যক্তি কবিতা পাঠিয়েছিলেন। আমরা চেয়েছিলাম হেমন্ত ঋতু বিষয়ক কবিতা। এমন কবিতা, যেখানে হেমন্ত থাকবে। কিন্তু তেমন কবিতার সংখ্যা ছিলো অল্প। কিছু ইমেইলে লেখকের নাম পাওয়া যায়নি। এরকম সাধারন সমস্যার কারনেও অনেক লেখা বাদ পড়লো। যারা এ সংখ্যা প্রকাশে নানাভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ।
আহমেদ মওদুদ
সম্পাদক
হেমন্তের কবিতা সংখ্যা
[দ্রষ্টব্য: লেখকের নামে ক্লিক করে কবিতা পড়ুন।]
[ অনলাইন সংখ্যা ৬ ]
ক বি তা র সূ চি
ভাগ্যধন বড়ুয়া
আরণ্যক টিটো
অনন্ত আরফাত
ইবনে শামস
অসীম নন্দন
মোকসেদুল ইসলাম
আদিত্য আনাম
মার্সেলিনাস মার্সেলিন কুইয়া
অনিমেষ প্রাচ্য
আহমেদ মওদুদ
সাম্য রাইয়ান
ভাগ্যধন বড়ুয়া
আরণ্যক টিটো
অনন্ত আরফাত
ইবনে শামস
অসীম নন্দন
মোকসেদুল ইসলাম
আদিত্য আনাম
মার্সেলিনাস মার্সেলিন কুইয়া
অনিমেষ প্রাচ্য
আহমেদ মওদুদ
সাম্য রাইয়ান
দূর্দান্ত একটা সংখ্যা
উত্তরমুছুনপ্রশংশনীয় উদ্যোগ৷ বিন্দু রকস্৷
উত্তরমুছুনভালো লাগার গান
উত্তরমুছুনপ্রিয় ঋতু আমার৷ আহা বিন্দু আহা ♥�� �� ���� ��
উত্তরমুছুন