হেমন্তের গন্ধমাখা শৈশব
সন্ধ্যাটা সর্ষেময়, কার্তিকের ধান, শিশির কণার নাচ
জানালার কার্নিশে এসে দোল খাচ্ছে ভোরের কুয়াশা
বাতাসে নবান্নের গন্ধ, সবুজের বুকে শীতের পাখি
বুঝলাম হেমন্ত এসেছে দুয়ারে।
আর একটু সময় করে বসো প্রকৃতির পাশে
শীতের মিলন ক্ষণ এলো বলে শীত নিদ্রায় যেতে নেই
ফুটতে দাও কৃষ্ণচূড়াঁর ফুল
আমন ধানের খইয়ে ভরতে দাও চাষাণির পাতিল
যে হেঁটেছিল হেমন্তের কুয়াশায় সে জানে
ভালোবাসার জন্য উপযুক্ত সময় পড়ন্ত বিকেল।
এমন কতোগুলো করুণ শৈশব চলে গেছে আমার
ফিনিক্স পাখির পিঠে চড়ে চলে গেছে মেঘভাঙ্গা রোদ
হেমন্তের ধূসর সন্ধ্যায় বাবা জমাতেন গল্পের আসর
এমনই হেমন্তের বৈভব এসেছিল আমার জীবনে
হেমন্ত এলে আজো আমি উচ্ছ্বাসে ডুবে যাই শৈশবে।
মন্তব্য