দাঁড়কাকের ভাবনা
কোনো এক জীবনানন্দ কালে
এই দেশে সোনালি সোনালি ধান ছিলো,
আহা, আজ ধান নাই তবুও
ধানপোকাদের নরম নরম শরীর...
এইসব দিনে তবুও হেমন্ত আসে
বৃষ্টির রাতে শীতের মতন।
শীতও নয়, তবুও শহুরে দাঁড়কাক
কার্নিশে বসে রোদ শুকে, আহা
এ রকম কতো কতো নবান্নের সকাল
কেটে গেছে হেমন্তের কার্নিশে বসে;
সোনালি ধানের মতো নবান্নও নাই
নায়রিও ভুলে গেছে তালের গন্ধ
নতুন নতুন খেজুরের রস, আহা!
কাঁঠালি চাঁপার ভুরভুরে গন্ধও আজ
মানুষের ঘামে মিশে এক হয়ে গেছে,
এইসব দিনে তবুও হেমন্ত আসে
শহরের কার্নিশে রোদ শুকে দাঁড়কাক
সোনালি সোনালি ধানগুলো আর নাই,
কাঁঠালি চাঁপার সেই তীব্র গন্ধের মতন
হেমন্তও কি তবে একদিন ফুরায়ে যাবে?
দাঁড়কাক ভাবে, ভাবে আর ভাবে…
১৮ অক্টোবর ২০১৫৷ কার্তিকের রাত।
মন্তব্য