হৈমন্তীকা
হেমন্তের মুখোশ পইড়্যা ঘুইড়্যা বেড়াইতেসে গ্রীষ্ম;
মাঝে মাঝে আইয়্যা ঘুইর্যা যায় বাদলা-
আমার হেমন্ত কই?
তারে কেউ খুঁইজ্যা দেও...
আকাশে ভাইস্যা যায় খাবলা খাবলা ম্যাঘ-
মরা কাশফুল খাড়াইয়্যা থাহে কবরস্থানে; আর,
নবান্ন কি এখনো মানে আধপেটা কৃষকের দল!
কার্তিক আইস্যা গ্যাসে;
শীত, তুমি জন্ম লও নাই অহনো?
কখন লইবা;
সিজার নাকি নর্মাল!
২ কার্তিক, ১৪২৬
আপনার লেখাগুলা ভাল্লাগে ভাই।❤❤
উত্তরমুছুনধন্যবাদ ভাই!!!
মুছুনভাল লাগলো
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনভাল্লাগসে
উত্তরমুছুনআহহহ সোয়েব্বাই!!!
মুছুন