আসন্ন অগ্রাহায়ণ
আসন্ন অগ্রাহায়ণে আমার কুলখানি হবে তোমার
অনশন ভঙ্গের একমাত্র কারণ।
বারণ করতে গিয়ে স্মরণ হবেনা কারো
তোমার অশ্রজলে আমার পুনর্জন্ম হয়।
আসন্ন অগ্রাহায়ণে একটা দোয়েল
তোমাকে শেখাবে অন্যসুরের শিষ।
বিষমেশানো খাবার খেয়ে জাবর কাটাবে
একদল কাক।
নাপাক ভাষার চাষা বাসা বাঁধবে
মফস্বলের নাভিতে।
আসন্ন অগ্রাহায়ণ প্রায় দুইযুগ আসেনি।
হেমন্ত, তোমাকে লেখা চিঠিটি ফেরত চাই
আমার কবিতা রক্তাক্ত হবে জেনেও
ত্রিকালকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে
মাধবীলতার খোঁপায় নাজিল হয়
বেহেস্তি পাপড়ির দল।
আযাযিলের চোখ জুড়ে যে অবসন্নতা
পায়চারি করে
সেটা আমার প্রেমিকার শিৎকারান্ত
হাম।
শকুনের বুকের তলদেশে যে তুরতুরি
বাতাস
হেঁটে যায়
আমার কবিতার জাগ্রত অক্ষরগুলি
সেবাতাস টিস্যপেপার দিয়ে জ্যান্ত
গিলে খেতে চায়।
আমার কবিতা রক্তাক্ত হবে জেনেও
ব্রোথেলে ব্রোথেলে
মারিজুয়ানার ঘ্রাণ ঠোঁটে নিয়ে
ঠাঁই দাঁড়িয়ে থাকে
উপকূলীয় কঙ্কালদম্পতির জ্যামিতিক
চোখ।
মহাজাগতিক মূদ্রার ঐশ্বরিক
প্রতিকচিহ্নটির
উন্মুক্ত নিপল গলে গলে হয়ে যায়
ওহিপ্রাপ্ত কবিদের মগজের পারফিউম।
অ্যান্ড দেন আই ক্যান ছে,
ওহ্ গড, আই অ্যাম রিয়েলি ফ্যান অফ
ইউউউ।
আদিত্যদা ভাল্লাগলো
উত্তরমুছুন