প্রচ্ছদ: ফারহা তাহসিন |
[ অনলাইন সংখ্যা ৯ ]
বিশেষ আয়োজন প্রসঙ্গে
বাঙলাদেশের সীমান্তবর্তী নদীবিধৌত জেলা কুড়িগ্রাম। বর্তমানে এখানে রয়েছে ১৬টি নদ-নদী (ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমর, ফুলকুমর, সোনাভরী, জিঞ্জিরাম, গংগাধর, হলহলিয়া, নীলকমল, শিয়ালদহ, কালজানী, জালছিড়া, সংকোশ, বোয়ালমারি ও ধরণী)। এই কারনে এ জেলা হয়ে উঠেছে নদীর মতোই মায়াময়। নদী যেমন একই সাথে রুক্ষতা ও মায়া ধারণ করে, এ জেলাও যেন তেমনই; মানুষকে আপন করতে জানে সহজেই, মায়ায় জড়িয়ে রাখে। তাই এই জেলাকে নিয়ে বিভিন্ন সময়ে কবিগণ লিখেছেন একাধিক কবিতা। তার মধ্যে চারটি কবিতা নিয়ে আমাদের এই আয়োজন। এখানে উল্লেখ করছি যে, আমরা এই কবিতাগুলো লিখিয়ে নিইনি। বিভিন্ন সময়ে লিখিত কবিতাগুলোকে একত্রিত করেছি মাত্র। কবিতা সন্ধান করতেই আমরা পেয়ে গেলাম কবি মাসুদ খানের একটি স্মৃতিগদ্য। সুদীর্ঘ সেই গদ্য থেকে কুড়িগ্রাম অংশটি প্রকাশের অনুমতি দেয়ায় আমরা আনন্দিত। সর্বশেষ কৃতজ্ঞতা জনাব সুশান্ত বর্মণের প্রতি। যিনি অনেক ব্যস্ততা সত্বেও কবিতাগুচ্ছ নিয়ে সুদীর্ঘ প্রবন্ধ রচনা করে এই আয়োজনকে পূর্ণতা দিয়েছেন।
পাঠক, আমাদের দায়িত্ব শেষ। এবার আপনার ক্লিক করবার পালা। যে লেখা পড়তে চান, তার শিরোনামে ক্লিক করুন।
সাম্য রাইয়ান
সম্পাদক
পা ঠ সূ চি
কবিতাগুচ্ছ
স্মৃতিগদ্য
প্রবন্ধ
চমৎকার কবিতাবিষয়ক অভিজ্ঞতা। দুর্দান্ত সব কবিদের নিয়ে কুড়িগ্রাম। ফুলেল শুভেচ্ছা সবাইকে।
উত্তরমুছুন