‘বিন্দু’ এমন কোনও পত্রিকা নয়, যা কেবল লেখা নেয় আর ছেপে দেয়। সকলের লেখা প্রকাশের দায়িত্বও আমরা নেইনি। সেইসবের জন্য দেশে হাজারো পত্রিকা আছে। ‘বিন্দু’ এমন এক লিটল ম্যাগাজিন, শিল্প ও শিল্পীকে ধারণ করবার আকাঙ্ক্ষা নিয়ে ২০০৬ এ যার জন্ম। হতে পারেন আপনি কবি, কথাসাহিত্যিক, চিত্রকর, আলোকচিত্রী কিংবা চলচ্চিত্র নির্মাতা।
২.
যাকে সোসাইটি বিকল্প ধারার কাজ বলে সম্বোধন করে। যেমন ধরুন অমিয়ভূষণ মজুমদার, কমলকুমার মজুমদার কিংবা সুবিমল মিশ্র, এঁদের কাজকে সোসাইটি নাম দিয়েছে ‘বিকল্প ধারা’। মানে হলো এঁদের কাজগুলো মূল ধারার নয়! তাহলে মূল ধারা কারা? যারা বাজার বুঝে বাসর সাজায় তারা? ঝোপ বুঝে কোপ মারে? আমরা তো জানিই, এই ব্যবস্থায় আপনি যতো বিকৃত ততো বিক্রিত।
তো কথা হলো বিকৃত বা বিক্রিত কোনোটাই হবার কিংবা তেমন কাউকে ধারন করবার ইচ্ছে আমাদের নেই। সোসাইটি যাকে ‘বিকল্প ধারা’ নাম দিয়ে আণ্ডারস্টিমেট করে, তাদের ভাষায় সেই ‘বিকল্প ধারাই’ আমাদের আরাধ্য। আশা করি আপনি ‘বিন্দু’ সম্পর্কে কিছুটা ধারনা পেলেন।
এবার আপনাকে অনুরোধ করবো কয়েকটি লেখা পড়ে নিতে। এতে ভবিষ্যতে আপনার আর বিন্দুর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না। নিচে লিংক রইলো। শিরোনামে ক্লিক করে পড়ুন।
৩.
উপরের বিষয়গুলো পড়বার পর, এখন যদি আপনি মনে করেন, বিন্দুতে লেখা প্রকাশ করবেন, তাহলে bindumag2006@gmail.com এ আপনার লেখা পাঠিয়ে দিন। ইউনিকোডে লেখা পাঠাবেন। লেখার সাথে আপনার ছবি অ্যাটাচ করে দেবেন। আর অবশ্যই আপনার সম্পর্কে লিখবেন। আমরা আপনার সম্পর্কে জানতে চাই। যেমন, আপনার জন্মস্থান, প্রকাশিত বই যদি থাকে, যদি কোনোকিছু সম্পাদনা করে থাকেন, সেইসকল তথ্য। যত বেশি তথ্য দেবেন, আমরা ততো আনন্দিত হবো। পরস্পর জানাশোনা থাকলে আমাদের পথচলা সুখকর হবে বলেই মনে করি।
আমাদের কোনো বিষয়ে আপনার আপত্তি, ভিন্নমত থাকতে পারে। আমরা সেসব নিয়েও আলাপ করতে চাই। এবং এর মধ্যদিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করতে চাই। আপনার মতামত জানাতে মেইল করুন অথবা এখানে ক্লিক করুন।
মন্তব্য