ডাইনামিকস
আদিম থেকে আদিমের দিকে হেঁটে দেখলাম
যে সব কথা শেষ না হতেই তুমি চলে গেছো
ওরা পড়ে আছে এঁটো থালার এককোণে
বাড়তি ভাতের মত।
উলঙ্গ আঁশটে বিদ্রুপ, শিরদাঁড়াময়
প্রেম নাকি খিদে, কোনটি ফুরিয়ে গেলে
পৃথিবীর সমস্ত কুকুরেরা খেয়ে-পরে বাঁচে?
রায়মঙ্গল
বর্ষার দিনে রায়মঙ্গল আমার সাথে কথা বলে
ওঁ উথলে ওঠে স্পর্শকাতর প্রেমিকার মত,
ক্রোধে কিংবা যৌনতায়।
এই দেশলাই বাক্সের জীবনে,
বারুদ ভেজা গন্ধকে উপেক্ষা করে
উড়ে যায় কয়েকশো মাছরাঙা
তখন খলশি ফুলের গতর চুঁইয়ে সন্ধ্যা নামলে,
নিজেকেই নিজের কাছে দারুণ বিপজ্জনক লাগে!
দুইটি কবিতা
অরিন্দম ভট্টাচার্য্য
অরিন্দম ভট্টাচার্য্য
এই লেখার গভীরতা অনেক খানি। চট করে বোঝা বেশ মুশকিল। তবে যে যার মতন ব্যাখ্যা খুঁজে নেওয়ার ব্যাপারটা খারাপ নয়।
উত্তরমুছুন(Tusmi)