বোকা মন
বোকা মনের ঘরে
তোমার প্রহরী চোখ
খোঁজে অনুমেয় ঘ্রাণ
পালটে ফেলেছি হায়
মুখোমুখি তাকানোর
সরল প্রস্থান।
প্রতিকৃতি
খুব গহীনে অস্পষ্ট ছবির হাটে, এক আকাশ বিরামচিহ্ন!
তুমি এক নিঃসঙ্গ জ্যান্ত প্রতিকৃতি।
আশ্চর্য হই!
নিমগ্ন শব্দ শ্রমিক।
প্রেমহীন অভ্যস্ততায়...
…তিন শূন্য…
দৃশত; যে যার অর্থ বুঝে নিয়ে আত্ম মগ্নে নিমজ্জিত থাকে। বর্গের বিন্দুতে আটকে থেকে ঘুরে ফিরে বৃত্তেই ফেরে। একটা নিজস্ব মাছ পুকুর হাতরিয়ে নিজেকে খোঁজে। অথচ মায়া বরশীতে বারবার আটকায়। এজলের নিস্তার নেই।
আমিও ভাসি লোভে; আমিও হাসি অহমে!
কেমন আছ? তোমার নাকি জ্বর?
ওষুধ খেয়েছো? আজ কী খেলে?
বাক্যগুলো শুনবে বলে অধীর আগ্রহে চাঁদটা ফ্যালফ্যাল করে তাকায় আছে।
তুমি অবলীলায় কম্প্রোমাইজ করে গেলে একেবারে...
কী অপরূপ তোমার বদন। অথচ কী মলিন তোমার মন। এটা চাই, ওটা চাই। আমার চাই। আমার আমার চাই চাই। ওহে অসীম পথের চাওয়া? তোমাকে হয় কী পাওয়া?
একটা ভুল! ভুল হয়। সুযোগসন্ধানী অসুখগুলো নাড়া দেয়। অপরাদগুলো অসহায় ক্ষয়ে ক্ষয়ে যায়, মাটিতে। ঐযে চাঁদটা তুমি! উপরেই থাকো। উপরেই নামো। খেটে খাওয়া উলঙ্গ মাটিতে আর নেমো না।
জিয়া উদ্যানের দিনটি
জিয়া উদ্যানের
নির্বোধ দৃশ্যগুলো
সচেতনভাবে নিভৃতে কাঁদায়
তুমিহীন।
কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ভুল
বারবার
যাওয়া আসার ব্যবধানে
কতবার
নিঃসঙ্গ হচ্ছ, বৃদ্ধ হচ্ছ
বিবর্ণ হাসির মতো।
স্পর্শহীন অনুভবে পাও
আমাকে
বিকেল খুলে দাও
পাখিরা আসুক
মুক্তবদ্ধ শব্দ খাচ্ছে
মস্তিষ্কের আস্ফালন
একসাথে দাঁড়িয়ে
চলো বিভক্ত হয়ে যাই।
কবিতাগুচ্ছ
শামীম সৈকত
শামীম সৈকত
চিত্রকল্পের সুষম প্রয়োগ ভালো লাগলো।
উত্তরমুছুন