ঠিকানা
পৃথিবীর সম্পদে যেদিন থেকে হয়েছে
মানুষের ব্যক্তিমালিকানা
সেদিন থেকেই পৃথিবীতে হারিয়েছে মানুষ
আপন ঠিকানা।
সিগারেট
বিবিধ কারাগারের
সর্বাধিক প্রচলিত মুদ্রা।
মোহ
নীলাভ আঁখির অন্তরালের বিষ
ঢেলে পানপাত্র এগিয়ে দাও
তোমার নির্বোধ প্রেমিকের দিকে।
উত্তপ্ত লাভায় বিদগ্ধ
বোধহীন মস্তিষ্ক।
মোহগ্রস্ত মন বা মস্তিষ্ক
কখনোই অনুসন্ধিৎসু অথবা
সু-বিশ্লেষক ক্ষমতাধর হতে পারে না।
কারন, মোহ মন এবং মস্তিষ্ক
উভয়েরই অনুসন্ধিৎসু এবং সু-বিশ্লেষণ
ক্ষমতার লোপ করে।
যতদিন পর্যন্ত মানুষ তার প্রিয়জনের
প্রতি মোহগ্রস্ত ভালোবাসায় আকৃষ্ট
থাকবে, ততদিন পর্যন্ত সে তার
আসল রূপের সন্ধান কখনোই
পাবে না।
পৃথিবীতে যত প্রকার বিষয়ের মধ্যে
অধীকতর বিশুদ্ধ মোহ উত্তমরূপে
সক্রিয় আছে তন্মধ্যে অন্যতম
হচ্ছে প্রেমিকার ভালোবাসা।
ঠিকানা ও অন্যান্য কবিতা
জুয়েল কলিন্দ
জুয়েল কলিন্দ
ড. বিশ্বজিৎ বাউনা
উত্তরমুছুনকবির পর্যবেক্ষণ বেশ সৎ
উত্তরমুছুন