চরিত্র
দিনে দিনে অন্যায়গুলো কীভাবে আমাদের হয়ে গেল
আহ্!
দেখলেই বোঝা যায়
এইটা আমারই অংশ
আমার ভায়ের গল্প, তার হাতের শক্তি, তারই সব ক্ষমতা
নিঃশ্বাসের ভয়ে, তার অন্যায় চরিত্রকে বলতে হচ্ছে
—ঠিক আছে...
বিচার
বিচার করা—খুব সহজ মনে হলেও
অতটা নয়, কাজটা মানুষের নয়; সে শুধুমাত্র
সংশোধনী পথ দেখিয়ে দিতে পারে
—বিচার নয়
আমারও বিচার হবে, আমি কী করে বিচার করতে বসি!
যার কোনো বিচার নেই তিনিই বিচারক।
থামানো যায় না
টাকা থাকিলে নীতি ভীতি সবই ক্রয় করা যায়
ক্রয় করা যায়
—যে কোনো প্রতিশ্রুতিও
চাইলে কিছু টিসুও নেয়া যায়
কিন্তু সেই টিস্যু দিয়ে —কান্না থামানো যায় না।
কবিতাগুচ্ছ
আহমদ সায়েম
আহমদ সায়েম
কবির সামাজিক বোধ বেশ তাৎপর্যপূর্ণ।
উত্তরমুছুনসুন্দর সব কবিতা
উত্তরমুছুন