মুগ্ধ মাতৃভূমি
তুমি আমার বুলেটবিদ্ধ সন্তান—
পানি দাও পিপাসার্ত মানুষদের!
পিপাসা তাড়িয়ে তুমি হয়ে উঠেছিলে আমার সন্তান
এই প্রথম পানির বোতল মুখ খুলেছিলো
প্রকাশ্য দিবালোকে!
তুমি, আমার মুগ্ধ মাতৃভূমি—
ফিরে আসো যুগে যুগে!
বদ্ধভূমি
বারবার জীবনের কাছে ফিরতে চেয়ে
মৃত্যুর স্মরণে কুঁকড়ে যাচ্ছি
গোলা বারুদের গন্ধ মাখা রাস্তা চলে গেছে
বহুদূর কোন এক অজানা মৃত্যুর দিকে!
ফুঁপিয়ে ফুঁপিয়ে দুলে ওঠে মৃত মানুষের দেশ!
হে জীবিত প্রেম—
মৃত মানুষের হাহাকার বুকে আলিঙ্গন
মায়াভরা কোল
মাটির কথা শোনো, তুমি
বীজের কথা শোনো
শস্য ভরা মাঠের দেখা পেলে
নবান্নের ডাক দিও...
আরো শুনেছি বানভাসির গাঁথা
মলিন মুখের মানুষ ও মা
নয়ন জলে যাচ্ছে ভেসে একতারা আর গাঁ...
ভাঙচুরের শব্দ শুনছি
শুনছি ভাঙছে হৃদয়
সেই ভাঙা হৃদয়ে তোমার রক্তের
ধারা বয়!
রক্তের ধারাপাতে
কে কত বায়না লুটে,
তোমাদের কথা রাখবে লিখে
কবিতার খাতায়?
খাতাও যাচ্ছে ভেসে—
আলোর ঝলকানিতে
এতো আলো—
দিগ্বিদিক ছুটছে তার রেখা
ছুরির ফলার মতো!
অন্ধকারেও ঠাঁয় নেই—
বিভৎস রঙিন
রাঙা ফুলের জামাটা আজ
সীমান্তে মলিন!
কি শোভা ছড়িয়ে আছো
মায়ের আঁচলে
চোখ আজ ভাসায়ে দিলাম—
তোমার স্নেহের কোলে!
মৃত্যুসম
হয়তো আটকে গেছো
কোনো এক বইয়ের মলাটে—
স্মৃতির পাতায়
ফিরে এসে দেখছো—
পৃথিবী এগিয়ে গেছে বহু বহু যুগ
কবেকার মৃত্যুকে উল্টে পাল্টে সমাধিস্থ করছো
হলুদ বিবর্ণ অক্ষরের গায়ে
ধরা পড়া মাছের রূপালী বেদনায় কাতরাচ্ছে
তোমার বিবশ হৃদয়!
লাফাতে লাফাতে আবারো মারা যাচ্ছে—
তোমার মৃত্যুসম স্মৃতির পাতা!
নিমকাকা
বিজয়নগরের নিম গাছের সমবয়সী
এক কাকা— তাঁর সাথে চলতি পথে
দেখা হলো আজ।
দেখা হলো ত্বকের সুচিকন ভাঁজের সাথে।
কাঁপা কাঁপা পা দুখানি—
ঝুঁকে পড়া কালো দেহ নিয়ে হাঁটে
যেনো মাটির খুব কাছাকাছি—
পায়েই সঁপেছেন সমস্ত হৃদয়
ঝুলু ঝুলু চোখে তাকাচ্ছিলেন রাস্তার দিকে
যে রাস্তা তাঁকে পৌঁছে দেবে অনন্ত বিজয়নগর!
সেখানে কাকার বাড়ি নয়,
বাড়ির মতো আছে একটি নিমগাছ
অলংকরণ: হিম ঋতব্রত
কবিতাগুচ্ছ
তানজিন তামান্না
তানজিন তামান্না
ভালো লাগলো, তানজিন। তোমার মুগ্ধ-মাতৃত্ব স্পর্শ করলো এই সামান্য পাঠককে।
উত্তরমুছুনভালো লাগলো, তানজিন। তোমার মুগ্ধ-মাতৃত্ব স্পর্শ করলো এই সামান্য পাঠককে।
উত্তরমুছুন-মাসুদার রহমান
উত্তর
গভীর। ভালবাসা নিরন্তর।
উত্তরমুছুনভালবাসা নিরন্তর
উত্তরমুছুনতামান্নার কবিতা আমার বরাবরই খুব ভালো লাগে৷ বিন্দুকেও একারনেই ভালো লাগে৷ প্রকৃত কবিদেরকে আড়াল থেকে তুলে আনতে পারে
উত্তরমুছুনআপনার কবিতাগুলি খুব সুন্দর
উত্তরমুছুনতানজিন তামান্নার কবিতা আমার বরাবরই ভাল লাগে। এই কবিতাগুলো অসাধারণ।
উত্তরমুছুন