বেলুন
অহংকারী ব্যাঙের পেটের মতো ফুলছে বেলুন
ফুলতে ফুলতে বিশাল আকৃতি নিয়ে ভয় দেখাচ্ছে
নিজেকে ঈশ্বর ভেবে পিষে ফেলছে যা কিছু কোমল
দানবের মতো বেলুন ছাড়ছে হুংকার, হাসছে মু হা হা!
এতো কিছুর পরেও আমরা পাচ্ছি না ভয়।
আমরা জানি, অতিরিক্ত ফুলে ফেপে ওঠা
বেলুনের পাঁচিল কেমন পাতলা হতে থাকে দিনে দিনে
যেন একটি দূর্বাঘাসের ডগা ঠেকলেই ফেটে যাবে ফটাস!
পাথরের প্রতীক্ষা
তাচ্ছিল্যের ফুঁয়ে ভেবেছ— টিকটিকি!
অথচ হয়েছি, পূর্বপুরুষের মতো বৃহৎ ডাইনোসর।
শুদ্ধভ্রূণ থেকে বিজ্ঞবৃদ্ধ অব্দি চিবিয়েছ কূটচালে!
একটি কথা তুমি নিজেও খুব ভালো করে জানো
টানটান সিনার সমুখে শ্বাপদেরা টেকেনি কোনোকালে।
অজস্র আঘাত সয়ে, অপেক্ষায় আছি পাথর চামড়া নিয়ে
কামড় খাবার পরে, দেখবো তোমার দাঁতহীন বিশ্রী ক্রুর হাসি!
অলংকরণ: হিম ঋতব্রত
মন্তব্য