ডানা মেলে যে তরুণ
নির্ভয়
তোমার সামনে দাঁড়ায়
তুমি তাকে জানো?
অতখানি বুক নিয়া
প্রসারিত ডানা নিয়া
জানো কে দাঁড়ায়?
বলো! বলো!
জানো কে দাঁড়ায়?
কে তুমি রক্তলোলুপ?
বোকা বন্দুক!
বোকা বন্দুক!
পারো তুমি ফুঁড়ে দিতে আকাশের বুক?
বোকা বন্দুক! রক্তলোলুপ!
বোকা বন্দুক! রক্তলোলুপ!
হৃদয়ে আকাশ নিয়া
পাখিরা দাঁড়ায়...
হৃদয়ে মেঘ নিয়া
পাখিরা দাঁড়ায়...
বোকা বন্দুক!
রক্তলোলুপ!
বোকা বন্দুক!
শহরে আমার
বুক খোলা কবিতার মত
পাখিরা দাঁড়ায়
রক্তলোলুপ! বোকা বন্দুক!
ফুঁড়ে দিতে পারো তুমি আকাশের বুক?
ফুঁড়ে দিতে পারো তুমি মেঘেদের বুক?
রক্তলোলুপ! বোকা বন্দুক!
বোকা বন্দুক! রক্তলোলুপ!
অলংকরণ: হিম ঋতব্রত
বোকা বন্দুক
ফুলপুত্র
ফুলপুত্র
বোকা কবিতা। কোন কবিতাই না
উত্তরমুছুন