আমাদের বসন্ত সুদিন এসে গেল পুষ্পহীন
আপন কুন্তলে ফুল
কানে দোলে বাসন্তী আবহে দুল
ফাল্গুনে রোদেলা দিন বসন্তের স্বপ্নরঙা।
প্রতিটি সন্ধ্যার কালে সাগরের জলকণা—
উন্মত্ত ঊর্মিল ঢেউ গ্রাস করে হৃৎপিণ্ড।
দ্রুতশ্বাস স্মৃতিকে হাতড়ে ফিরি
আলুথালু বালুচরে ফাল্গুন সন্ধ্যায়।
অন্ধকারে শব্দের বিক্ষুব্ধ আস্ফালন—
কর্ণিয়া কেবল দেখে বহু দূর,
দূরের ফেনিল জেলেনৌকা, লন্ঠনের নৃত্যরত ছায়া,
আধো আলো অন্ধকারে ভৌতিক আবহ।
চাঁদের নিশানা নেই, মেঘস্বর ডমরু বাজায়।
চলো চলো, ঝিরিঝিরি বসন্ত বাতাস বহে—
ঝাঁপিয়ে পড়ার বুঝি এইতো সময়।
আন্দোলন
জিললুর রহমান
জিললুর রহমান
মন্তব্য