তুমি অশোক গাছের মতো পুরো ফুল হয়ে যাও
আগুন ডালে ঘর পেতেছি ছাই করে নাও।
ভীষণ মাঘের শেষে বসন্ত বাতাসে
দুরুদুরু মোম গলে যাই ঝরে।
দেশে ফেরার বসন্ত ফুটেছে
তাকিয়ে থাকার সময় নেই তো আর।
পাখি তুমি চিহ্ন হয়ে যাও,
শিরায় শিরায় গন্ধ হয়ে গাও।
তুমি অশোক গাছের মতো পুরো ফুল হয়ে যাও
আগুন ডালে ঘর পেতেছি ছাই করে নাও।
দুঃখ বিক্রি করে আবার এসো ফিরে
এই মায়াময় পাতাবাহার দেশে,
তোমার আমার ভিন্ন শীতের রঙ
এক হয়ে যায় মাঘের সর্বনাশে।
কান্না হয়ে বাজে
রোমেল রহমান
রোমেল রহমান
চমৎকার ।
উত্তরমুছুন