ইস্তাহার
তুড়ি মেরে উড়িয়ে দেব তুলতুলে নরম বিছানা ছদ্মবেশী পোশাকের সাজ প্রতিদিন জেগে ওঠার আগে অন্তত একবার মরে যাওয়া জরুরি
বন্ধুগণ, ‘এ বড়ো সুখের সময় নয় এ বড়ো আনন্দের সময় নয়’* নিয়মিত অপমানে রক্তাক্ত হল গা প্রতিদিনের খিদে হাহাকারের সাথে প্রতিশ্রুতি মিশে শুরু হল বুকে হাপরের শব্দ রাতদিন রোয়াকে বসে ঝিমোনো কুকুরের সাথে উচ্চস্বরে উচ্চাঙ্গসংগীতের বদলে আমরা আর গাইবো না ভক্তিমূলক গান
সরজমিনে এসো, দু'হাতে নাড়িয়ে দাও যৌনডানা উড়তে যদি না পারো তো ক্ষতি নেই কোনো মাটিতেই বসে লিখে দেব আমরা আস্ত একটা গীতবিতান
অনিকেত
পর্ণমোচী দিন ফিরে আসে...
একরাশ বিপন্নতায় ভেঙে যায় গিলগামেসের চাকতি। শীত জমে, ছলাৎ শব্দে নদী নামে। কান্না ভেবে ভুল ভাঙে কারও। ছাতনাতলা। সানাইয়ের সুরে মিশে যায় শুক-শারির গান। পিউ-কাঁহা ডাকে। চাঁদনি ঢেকে দেয় কুয়াশা-আলো। সুখের মাঝেই অশ্রু ঝরায় পর্ণমৃগ। মধু ও মোম। জানালা ধরে মাথা তোলে বিশল্যকরনী। ঘোর আসে চোখের পাতায়। ঘুম আসে।
এভাবেই আসে সে। অনিকেত। তার কোনও ঠিকানা নেই...
(* শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে পংক্তিটি উদ্ধৃত।)
দারুণ! দুটোই অসাধারণ!
উত্তরমুছুন