এই নাও দুহাতে শক্ত করে ধরো
যতটুকু দিলাম আত্মার স্বতঃসিদ্ধ অধিকার
বহুকাল ভাষার নোঙর তুলে
চলে গেছি স্বপ্নলোকের ঘরে
কথার পাখিটি মেতে উঠুক বাসন্তী উৎসবে
আমি তারে দেবো অবিনাশী সৃজন।
কাদা জল বিদীর্ণ অন্ধকারে
তুমি আবারও আলোকবর্তিকা জ্বালো,
শাণিত হোক প্রবাহিত কবিতার নদী;
একদিন থেমে যাক রাশিয়ান হামলা।
এই নাও, দুই হাতে শক্ত করে ধরো
আদ্যপান্ত হাতরে দেখো
এখানে মুছে গেছে হাজার বছর
ফুলফোটার ইতিহাস।
ইতিহাস
আবু সাঈদ মোল্লা
আবু সাঈদ মোল্লা
মন্তব্য