২০০৬ থেকে সাম্য রাইয়ানের সম্পাদনায় নিয়মিত প্রকাশ হচ্ছে শিল্প-সাহিত্যের অন্যতর লিটল ম্যাগাজিন ‘বিন্দু’। ২৫তম প্রিন্ট সংখ্যা শুরু হয়েছে পুনঃপাঠ দিয়ে। যেখানে রয়েছে সন্দীপন চট্টোপাধ্যায় ও শাস্ত্রবিরোধী গল্পকার রমানাথ রায়ের গল্প।
এর পরই রয়েছে অভিজিৎ বসুর অনুবাদে নীলি চেরকোভস্কির সাক্ষাৎকার।
প্রবন্ধ লিখেছেন, আহমেদ মওদুদ, চঞ্চল নাঈম, বাদল ধারা, সব্যসাচী মজুমদার ও ঋতো আহমেদ।
গল্প লিখেছেন মলয় রায়চৌধুরী, নাভিল মানদার, অসীম নন্দন, জুলকারনাইন স্বপন, শাহ মাইদুল ইসলাম, উপল বড়ুয়া, অমিতা চক্রবর্তী, প্রমিথ রায়হান ও রাজীব দত্ত।
মুক্তগদ্য লিখেছেন মাহফুজুর রহমান লিংকন, সোমনাথ বেনিয়া, হোসাইন মাইকেল ও হিম ঋতব্রত।
কবিতা লিখেছেন ফেরদৌস লিপি, শামীম সৈকত, আরণ্যক টিটো, সাম্য রাইয়ান, সৈয়দ সাখাওয়াৎ, নাভিল মানদার, সাকিব শাকিল, তমোঘ্ন মুখোপাধ্যায়, তানজিন তামান্না, উদয়ন রাজীব, শিশির আজম, নুসরাত জাহান, সৌরভ দত্ত, শানু চৌধুরী, নাজমুস সাকিব রহমান, শুভ্র সরখেল, মনজুর কাদের, মোকলেছুর রহমান ও আশুতোষ বিশ্বাস।
অনুবাদ বিভাগে রয়েছে সাখাওয়াত টিপুর অনুবাদে ওতো রেনে কাস্তেইয়োর কবিতা, মাহীন হকের অনুবাদে জাক প্রেভার ও পিয়ের রেভার্দির কবিতা, আদিবা নুসরাতের অনুবাদে জিভোর্গ এমিনের কবিতা, সুশান্ত বর্মণের অনুবাদে আন্তন চেখভের অন্যরকম ছয়টি গল্প।
এ সংখ্যাটি সমাপ্ত হয়েছে রাশেদুন্নবী সবুজের কবিতার পাণ্ডুলিপি ‘আরো দূরের হেমন্তে’ প্রকাশ করে।
সম্পাদক: সাম্য রাইয়ান। প্রচ্ছদ: রাজীব দত্ত। বর্ষ ১৬, সংখ্যা ২৫, মার্চ ২০২২। দাম ১০০ টাকা। পরিবেশক: ঘাসফুল, ঢাকা। যোগাযোগ: ০১৭৮৩১১৬২৬০
মন্তব্য