১.
সন্দীপ দত্ত। ১৯৫১–২০২৩। তাঁর আয়ুষ্কাল। তিনি সুস্পষ্ট স্বাক্ষর রেখে গেছেন তাঁর নিরন্তর নিরলস কাজের মধ্য দিয়ে। যতদিন বাংলা ভাষা, সাহিত্য, লিটিল ম্যাগাজিন থাকবে ততদিন সন্দীপ দত্ত প্রবলভাবেই থাকবেন। এখানেই তো তিনি জিতে গেছেন।
২.
এই বাংলায় বসে যে কাজটি সন্দীপ দত্ত করে গেছেন তার প্রকৃত মূল্যায়ন আগামীতে হবে।
সারাজীবন লিটিল ম্যাগাজিন নিয়ে কাজ করে গেলেন। জেলা মফস্বল প্রান্তিক জনপদ থেকে প্রকাশিত ম্যাগাজিনের সন্ধানে নিরন্তর তার অনুসন্ধান জারি ছিল। গড়ে তুলেছেন লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র।
৩.
আসলে লিটিল ম্যাগাজিন হল প্রকৃত সাহিত্য চর্চার প্লাটফর্ম। যার কোন বিকল্প হতে পারে না। একজন লেখকের জন্মই হয় লিটিল ম্যাগাজিনের পাতায়।লেখক হয়তো পরে বাণিজ্যিক মাধ্যমে লিখতে শুরু করেন, কিন্তু লিটিল ম্যাগাজিনে লিখেই কিন্তু তিনি তার স্বর আয়ত্ব করেন। বাংলা ভাষার দিকপাল লেখকেরা কিন্তু লিটিল ম্যাগাজিনেরই প্রোডাক্ট।
৪.
আসলে লিটিল ম্যাগাজিন এমন একটি মাধ্যম যে নুতন কলম, নিরীক্ষায় আস্থা রাখে। যা কখনোই বিগ হাউস করবে না বাণিজ্যিক কারণে। লিটিল ম্যাগাজিন হল স্বপ্নের সমুদ্র পাখি যে অনেক জলস্তম্ভ পেরিয়ে যেতে চায়। আর লিটিল ম্যাগাজিন বেশিটাই ক্ষণজন্মা।
৫.
লিটিল ম্যাগাজিনের প্রচার, প্রসার, বিপণন নিয়ে সারাজীবন ভেবেছেন সন্দীপ দত্ত। অবলুপ্ত ম্যাগাজিনের সংরক্ষণ নিয়ে, পুনর্বার প্রকাশ নিয়ে ভাবতেন। তিনি চাইতেন জেলায় জেলায়, মহকুমায়, ব্লক স্তরে লিটিল ম্যাগাজিন মেলা হোক। লিটিল ম্যাগাজিন লাইব্রেরী হোক। লিটিল ম্যাগাজিন ছড়িয়ে পড়ুক। নুতন পাঠকের সামনে হাজির হোক নুতন লেখক। আর কি করে লিটিল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখা যায় সেটা নিয়েও নিরন্তর ভাবতেন তিনি।
৬.
এই গ্লোবালাইজেশন আর ইন্টারনেট বিপ্লবের যুগে লিটিল ম্যাগাজিনের কি অবস্থা, কি অবস্থান সেটা নিয়ে বিনিময়ের জন্য ছুটে বেড়াতেন সারা বাংলা ভাষার ভূগোল জুড়ে। লিটিল ম্যাগাজিনের সম্পাদকেরা অনেকেই সম্পাদক থেকে সংকলক হয়ে যাচ্ছেন এটা ভীষণ ভাবাতো সন্দীপ দাকে।
ব্যাক্তিগত আলোচনায় তার কাছে জেনেছি সারা বিশ্বের সাহিত্য আন্দোলন আর লিটিল ম্যাগাজিনের ভূমিকার কথা।
৭.
সন্দীপ দত্ত ছিলেন একমাত্র মানুষ যার প্রতিটি মুহূর্ত লিটিল ম্যাগাজিন নিয়েই তিনি যাপন করতেন। ভাঙ্গা পা, হাই সুগার; কিন্তু সন্দীপ দত্ত ছুটছেন কুচবিহার থেকে পুরুলিয়া,ঝাড়খণ্ড থেকে দিল্লি, অসম থেকে বাংলাদেশ। কাধে সেই চিরচেনা ঝোলা। তাঁর রক্ত ঘাম নিশ্বাসের ভেতর অবিরাম অবিরত স্বপ্নের নীল ঘোড়ার ক্রমাগত ছুটে যাওয়া।
আমাদের সন্দীপ দত্ত। আমাদের ফিনিক্স পাখি।
আমাদের সন্দীপ দত্ত, আমাদের ফিনিক্স পাখি
সুবীর সরকার
সুবীর সরকার
লিটিল ম্যাগাজিন এবং সন্দীপ দত্ত পরস্পরের পরিপূরক। খুব সুন্দর আলোচনা। ধন্যবাদ লেখককে।
উত্তরমুছুনবিন্দুর অনবদ্য কাজ
উত্তরমুছুন