করাতকল বেজে বেজে ওঠো
সশব্দ চাকা চাকা
মাথার ভেতর নাচো
বোধ ও বিদ্যুৎ
এই করোটি জংগম নীল...
কোথাও সাম্পান চড়ে চলো চির
অনির্বাণ রক্তাপুত পিচপথ
ভেবে নিয়ে আতীব্র সমুদ্রস্রোত সংকেত।
কবিতা আবিষ্কারের সূত্রটি যুদ্ধ আর লক্ষ্যবিন্দুর সমন্বয়ে এক ভৌগোলিক বিস্তার আবার নিঃসীম শূন্যতর বৃত্ত। নির্দিষ্ট কিন্তু সু-গোপন। সব রকম বিষাদ ধারণ করেছে যেন বা।
মানুষ বুঝি খুব নির্মম এক প্রাণী। ভেতরে-ভেতরে সে তার নিজেরই রক্তের সাথে মিশিয়ে জেনে নেয় সকল প্রকার টোটেম ও ট্যাবু।
কবিতা যেন এক প্রিজমিক সম্পাত—যার ঘটনাগুলো চামড়া, সেলাই, রং, শ্রম আর সবুজাভ নীল রৌদ্রছায়ায় বাতাসেরই শব্দময় জ্যান্ত প্রকাশ ও লালন-পালন হওয়া উদাত্ত উচ্চারণ ।
ফেব্রুয়ারি ২০১১
‘বালিঘর ও প্রতিটি ভোরের গান’ কাব্যের ভূমিকা
প্রকাশক: সাগর নীল খান, উলুখড় প্রকাশনী, ঢাকা
মন্তব্য