কবি শাহেদ শাফায়েত ছিলেন ভাবুক ও উপলব্ধির কবি। দীর্ঘ সময় তাঁর সাথে নানা আলোচনায় জ্ঞান আহরণের সুযোগ পেয়েছি। দেবীগঞ্জ সাহিত্য পরিষদের আড্ডাগুলো প্রাণবন্ত ছিল কবি শাহেদ শাফায়েত এর শ্রুতিমধুর কথা ও নানা স্মৃতিচারণে।
আমার কবিতার বই ‘অনুভূতি’ প্রকাশ করার বিষয়ে একাধিকবার তাঁর সাথে আলোচনা হয়েছে। বইটির প্রচ্ছদ তাঁর ভীষণ পছন্দ হয়েছে ও কবিতাগুলো প্রাণবন্ত হয়েছে বলে তিনি মন্তব্য করে আমাকে বলেছিলেন, ‘আপনি সময় দিয়ে লিখলে অনেক ভালো করবেন, আপনার মধ্যে ভাবমূলক লেখা আসছে।’ লেখনীর সাথে যতদিন থাকবো কবি শাহেদ শাফায়েত-এর উপদেশগুলো মনে থাকবে।
খুব বেশি মনে পড়ে কবি শাহেদ শাফায়েতকে। আমার অফিস কক্ষে যখন বুক সেলফ করলাম তখন তার এই উদ্যোগটি ভীষণ ভালো লেগেছিল। এরপরে তাঁর কাছ থেকে বুক সেলফের জন্য বই চেয়ে নেই। সেলফে রাখা অন্যান্য কবিদের দেওয়া বইগুলো তিনি পড়তেন এবং বিশ্লেষণ করতেন। শব্দের মধ্যে যে ভুলত্রুটি দেখতেন সেগুলোর বিপরীতে সঠিক শব্দ আমাকে হাতে ধরে শিখিয়ে দিতেন।
শুধু কবিতা আর কবির কথা নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেকবার বলার ও শোনার চেষ্টা করেছি। বারবারই ব্যক্তিগত জীবনের আলোচনা নাকচ করে দিয়ে ভাবনা ঘুরিয়ে ভাবুক জগতে প্রবেশ করতেন।
আর স্মৃতিচারণ করতে পারছি না। অনেক কথা না বলাই থেকে গেল। ভালো থাকুন কবি শাহেদ শাফায়েত, খুব ভালো থাকুন।
মন্তব্য