সুবিমল মিশ্র, সন্দীপ দত্ত ও শাহেদ শাফায়েত স্মরণসভার ব্যানার |
লিটল ম্যাগাজিন ‘বিন্দু’র উদ্যোগে কথাসাহিত্যিক সুবিমল মিশ্র (২০ জুন, ১৯৪৩ — ৮ ফেব্রুয়ারী, ২০২৩), কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত (২৪ জুলাই ১৯৫১ — ১৫ মার্চ ২০২৩) ও কবি শাহেদ শাফায়েতের (০১ জানুয়ারি, ১৯৬৯ — ৮ ফেব্রুয়ারী, ২০২৩) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই এপ্রিল ২০২৩ (শুক্রবার) তারিখ বিকেল ৫টায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে (রিভার ভিউ মোড়) এ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভা নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন |
সদ্য প্রয়াত তিন সাহিত্যিক ও ঐদিন প্রয়াত প্রবীর ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়। বিন্দু’র সম্পাদক সাম্য রাইয়ানের সঞ্চালনায় এসময় তিন সাহিত্যিকের সাহিত্যকর্ম ও দর্শন বিষয়ে আলোচনা করেন কবি জ্যোতি আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক চৌধুরী, তীব্র কুড়িগ্রাম সাহিত্যপত্রের সম্পাদক সুশান্ত বর্মণ ও মেঠোজন সম্পাদক ইউসুফ আলমগীর। এসময় বক্তাগণ তিন সাহিত্যিকের সাহিত্যকর্মের নানা দিক প্রসঙ্গে আলোচনা করেন।
স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান |
সমাপনী বক্তব্যে বিন্দুর পক্ষ থেকে সম্পাদক ঘোষণা করেন, বিন্দুর পরবর্তী মুদ্রিত সংখ্যা এই তিন সাহিত্যিক স্মরণ সংখ্যা হিসেবে প্রকাশিত হবে। তিনি এই তিন সাহিত্যিকের সাহিত্যকর্ম প্রসঙ্গে প্রবন্ধ আহ্বান করে আবারও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা সমাপ্ত করেন।
প্রসঙ্গক্রমে উল্লেখ থাকে যে, মার্চ ২০২৩-এ প্রকাশিত বিন্দুর ২৬তম প্রিন্ট সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে সুবিমল মিশ্র ও শাহেদ শাফায়েতকে।
মন্তব্য