একটি পাখি
চেনে না
এমনকি অন্য পাখিরাও,
গান গায় মাঝরাতে।
**
স্বপ্নে দেখি
আমি সমাহিত হয়েছি
শরতের ঝরাপাতার তলে।
অঙ্কুরিত হয় আমার দেহ।
**
আমি এক শেষকৃত্যানুষ্ঠান থেকে ফিরলাম।
জুতাগুলি আমার পায়ে চিমটি মারছে।
আমার প্রেম পাচ্ছে
এমন একজনের প্রতি, যারে চিনি না আমি।
**
গোরস্থান
ঢেকে গেছে
বরফে।
মাত্র তিনটি সমাধিপ্রস্তরে
বরফ গলে যাচ্ছে,
তিন তরুণের।
**
শাদা চুলের নারী
চেরি ব্লসমের দিকে রয়েছে তাকায়ে:
"আমার বৃদ্ধা বয়সের বসন্ত এসেছে?"
**
জ্যোৎস্নায়
গলে যাচ্ছে
পুরানা নদীর উপরের নাজুক বরফ।
**
আজ
আমার ফলের বাগান বেচে দিয়েছি।
গাছগুলি কী তা জানে?
চেনে না
এমনকি অন্য পাখিরাও,
গান গায় মাঝরাতে।
**
স্বপ্নে দেখি
আমি সমাহিত হয়েছি
শরতের ঝরাপাতার তলে।
অঙ্কুরিত হয় আমার দেহ।
**
আমি এক শেষকৃত্যানুষ্ঠান থেকে ফিরলাম।
জুতাগুলি আমার পায়ে চিমটি মারছে।
আমার প্রেম পাচ্ছে
এমন একজনের প্রতি, যারে চিনি না আমি।
**
গোরস্থান
ঢেকে গেছে
বরফে।
মাত্র তিনটি সমাধিপ্রস্তরে
বরফ গলে যাচ্ছে,
তিন তরুণের।
**
শাদা চুলের নারী
চেরি ব্লসমের দিকে রয়েছে তাকায়ে:
"আমার বৃদ্ধা বয়সের বসন্ত এসেছে?"
**
জ্যোৎস্নায়
গলে যাচ্ছে
পুরানা নদীর উপরের নাজুক বরফ।
**
আজ
আমার ফলের বাগান বেচে দিয়েছি।
গাছগুলি কী তা জানে?
**
আমি শুয়ে ছিলাম
সমতল ভূমির ওপরে।
পৃথিবী গোল কি না তাতে কী আসে যায়?
**
কেউ ফেরে নি,
নদীরা নয়
যারা সাগরের দিকে বয়ে যায়,
সিপাহীরা নয়
যারা যুদ্ধে গেছে,
দোস্তরা নয়
যারা গেছে বিদেশে।
**
নদীর ওই পাশে
চাষারা কাজ করছে।
এই পাশে নারীরা ধানক্ষেতে।
এই দৃশ্যের ভিতরে
শিশুরা বেড়ে উঠছে।
[ইরানের চলচ্চিত্রনির্মাতা ও কবি আব্বাস কিয়ারোস্তামির মৌলিক তিনটি কবিতার বইয়ের সমগ্র কবিতা বাংলা ভাষায় এক মলাটে প্রকাশ হচ্ছে।]
পাণ্ডুলিপি: আব্বাস কিয়ারোস্তামি কবিতাসমগ্র
ভাষান্তর: রুহুল মাহফুজ জয়
প্রচ্ছদশিল্পী: রাজীব দত্ত
প্রকাশক: বৈভব (ঢাকা), ছাপাখানা (কলকাতা)
আব্বাস কিয়ারোস্তামির কবিতা
ভাষান্তর: রুহুল মাহফুজ জয়
ভাষান্তর: রুহুল মাহফুজ জয়
মন্তব্য