রিভিউ: খণ্ড খণ্ড রাত্রির আলাপ
মরিয়ম মেরিনা
মরিয়ম মেরিনা
কবি সৈয়দ সাখাওয়াৎ এর লেখা ‘খণ্ড খণ্ড রাত্রির আলাপ’ কাব্যগ্রন্থে কবিতা সংখ্যা ৪১টি।
দুঃখবোধ, ভালোবাসা, স্মৃতিচারণ, কখনো ভয় নিয়েই লেখা কবিতাগুলো।আবার এ কাব্যে ভাষা আন্দোলন ‘অযাচিত’ কবিতায় স্পষ্ট।
কবির দুঃখ ‘বন্ধু বলে কেউ আমাকে ডাকেনি আজ’। কবিতায় ক্লান্ত, ক্ষত-বিক্ষত কবি। তিনি ভেঙে পরার শব্দ পান জলে। তাই বলেন-
জল ছাড়া ভেঙে পরার আর কোন শব্দ শোনা যায় না।
তিনি পাতার শরীর থেকে গরিয়ে পরা জল হতে চান। তিনি উড়ে যেতে চান পরিযায়ী পাখির বেশে দূরে একাকিত্বের কারণে।
কার জীবনে কখন সুখ আসে আবার কখন দুঃখ চেপে বসে তা বোঝার ক্ষমতা ঈশ্বর দেয়নি কাউকে। ‘লাল চোখ’ কবিতায় কবি কাওসারের কাছে জানতে চেয়েছিলেন, তার এখনো লাল চোখে সকাল দেখা হয় কিনা। এক সময় কাওসার নির্ঘুম রাত কাটতো ঘুমন্ত কবির পাশে। অজানা কারনে তখন কাওয়াসের চোখ বর্ণিল লাল। এখন কবির চোখ বর্ণিল লাল।কাওসারের চোখে ব্রহ্মপুত্রের জল। আর কবির চোখে কর্ণফুলির জল। তবে-
তোর চোখে ব্রহ্মপুত্রের জল, আমার চোখে কর্ণফুলীব্রহ্মপুত্রের চোখের জল শুকালে, কর্ণফুলী আশ্লেষে কেঁদে ওঠে।
আবার অন্ধকার রাতে ভুতের ভয় অভ্যাস এবং প্রাচীন ।এখন সময়ের পরিবর্তন, যেখানে ভুতের ভয় গাঢ় ছিল, সেখানে আজ মানুষের ভয়। ভুতের হিংস্রতা থেকে বাঁচা যায় কিন্তু মানুষের হিংস্রতা থেকে বাঁচা মুশকিল। কবি মানুষের ভয়ে পালিয়ে বেড়ান।
‘রাত্রির সাথে কোনকালে সখ্যতা ছিল না আমার’ কবিতায় কবি বলেন,
এখন আমি মানুষ ভয় পাই, এ ভয় নিয়ে পালিয়ে বেড়াই ঘরময়, সারা শহরে দিনরাত্রি।
গল্পগুলো কখনো কখনো এমন হয়, নির্ঘুম রাতে মিথ্যা সাজানো গল্পে কাছে থেকেও গভীর একাকী বোধে বোবাজ্বর দীর্ঘ দহন করে জন্মাবধি। লতার মত জড়িয়ে বাস্তুঘর তেরী হলেও পাঁজরে শিকল বেঁধে আবেগের খেলা। তারপর কবি বলেন,
আমাদের ডানা ভেঙেছে সময়ের অগণিত ঢেউ,পরস্পর মুখোমুখি, যুদ্ধ বিন্যস্ত করেছে তোমাকে আমাকেও।(যুদ্ধ বিন্যস্ত করেছে তোমাকে, আমাকেও)
কবিতাগুলো বেদনা দেয়, ভালোবাসায়, চোখে জল আনে। ‘ফিলিস্তিনঃ আমার কন্যার মুখ’ পাঠকের হৃদয় সিক্ত করবে।
ভালোবাসার কথাও কবি বলেছিলেন, আলাপ, কোনটা বলা সহজ প্রভৃতি কবিতায়।
বেশ কিছু কবিতায় রাতের বেদনা, ঘুমহীনতা থেকেই কবি বইটির নামকরণ করেন ‘খন্ড খন্ড রাত্রির আলাপ’। রাত কথাটি অনেক কয়েকটি কবিতায় স্পষ্ট। প্রথম কবিতা থেকেই, ‘লিখে গেলাম ইতিহাস’, ‘জেগে আছি’, ‘রাত্রীর সাথে কোনকালে আমার বন্ধুত্ব ছিল না’ প্রভৃতি।
কাঠপেন্সিল প্রকাশনী থেকে রাজীব দত্তের অসাধারণ প্রচ্ছেদে ৪৮ পৃষ্ঠার বইটির বাজার মূল্য ৮০ টাকা। যা প্রথম প্রকাশ পায় ২০১৩ সালে।
মন্তব্য