সৈয়দ সাখাওয়াৎ ১৯৭৮ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বাঙলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। পিতা কবিতা লিখতেন, মা ছিলেন কথাসাহিত্যের নিবিড় পাঠক৷ বই পড়ার হাতেখড়ি মায়ের কাছেই।
লেখালেখির শুরু স্কুল থেকে, একুশের দেয়ালিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। ছাত্রজীবনে চট্টগ্রামের স্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা ও অনুবাদ প্রকাশিত হতো। বিশ্ববিদ্যালয় জীবনের শেষদিক থেকে বাঙলাদেশের বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিতভাবে লিখছেন। চট্টগ্রামের অধুনালুপ্ত লিটল ম্যাগাজিন ‘পদাতিক’ সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। বর্তমানে বিন্দু, চারবাক, শিরিষের ডালপালা, ওয়াকিং ডিসট্যান্স, দিব্যক সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট সাহিত্যপত্রে নিয়মিত লিখছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর এই কবি বর্তমানে চাকুরীসূত্রে ঢাকায় থাকেন।
প্রকাশিত কবিতাবই
খণ্ড খণ্ড রাত্রির আলাপ, পাতাচূর্ণ উড়ে যাবার সাথে সাথে, নিহিলের বনে।
১
খণ্ড খণ্ড রাত্রির আলাপ
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৩
প্রচ্ছদ: রাজীব দত্ত (মাসিমো নোটা’র চিত্রকর্ম অবলম্বনে)
২
পাতাচূর্ণ উড়ে যাবার সাথে সাথে
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৭
প্রচ্ছদ: রাজীব দত্ত
প্রকাশক: রাশেদুন্নবী সবুজ, বাঙ্ময় প্রকাশনা
৩
নিহিলের বনে
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০২১
প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য
প্রকাশক: বাঙ্ময়
মন্তব্য