সৈয়দ সাখাওয়াৎ ১৯৭৮ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বাঙলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়৷ পিতা কবিতা লিখতেন, মা ছিলেন কথাসাহিত্যের নিবিড় পাঠক৷ বই পড়ার হাতেখড়ি মায়ের কাছেই৷
লেখালেখির শুরু স্কুল থেকে, একুশের দেয়ালিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। ছাত্রজীবনে চট্টগ্রামের স্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত কবিতা ও অনুবাদ প্রকাশিত হতো। বিশ্ববিদ্যালয় জীবনের শেষদিক থেকে বাঙলাদেশের বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিতভাবে লিখছেন। চট্টগ্রামের অধুনালুপ্ত লিটল ম্যাগাজিন ‘পদাতিক’ সম্পাদনার সাথে যুক্ত ছিলেন৷ বর্তমানে বিন্দু, চারবাক, শিরিষের ডালপালা, ওয়াকিং ডিসট্যান্স, দিব্যক সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট সাহিত্যপত্রে নিয়মিত লিখছেন৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর এই কবি বর্তমানে চাকুরীসূত্রে ঢাকায় থাকেন৷
একদিকে আধুনিক মনন চিত্রকল্প, হতাশাবিধৃত সাম্প্রতিক কাল, অপরদিকে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশের প্রতি গভীর অনুরাগ ফুটে ওঠে সৈয়দ সাখাওয়াৎ-এর কবিতায়৷ সমস্ত মানুষের সুখ-দুঃখ থেকে নিজের সুখ-দুঃখকে আলাদা করে নয়, বরং একসঙ্গে বেদনার কথা সহজাত ভঙ্গিমায় বিবৃত করেন এই কবি৷ যেখানে অনুভব ধ্বণি হয়ে ওঠে সেখানেই তাঁর কবিতা৷
তীব্র বেদনায় তিনি কখনো সোচ্চার, কখনো বা দেশ ও সমাজের বিবর্তন তাঁর কবিতায় অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে৷ ছন্দে দখল, বক্তব্যে, গঠনরীতিতে, সাবলীলতা তাঁর কবিতার প্রাণ৷ ব্যক্তিগত আনন্দ-বেদনা থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক ঘটনাবলীকে সৈয়দ সাখাওয়াৎ প্রতীকের ব্যাঞ্জনায় ভূষিত করেছেন৷
প্রকাশিত কবিতাবই: খণ্ড খণ্ড রাত্রির আলাপ (২০১৩, কাঠপেন্সিল), পাতাচূর্ণ উড়ে যাবার সাথে সাথে (২০১৭, বাঙ্ময়), নিহিলের বনে (২০২১, বাঙ্ময়)।
একজন নিভৃতচারী কবি যখন মূলত লিটল ম্যাগাজিনকে আশ্রয় করে দীর্ঘদিন ধরে লিখেন, লিখে চলেন, কোনরকম পুরস্কার বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির তোয়াক্কা না করে, তখন একটি লিটল ম্যাগাজিনেরই দায় বর্তায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের৷
নিজ কাব্যগুণে বিশিষ্ট এই কবির কাব্যসত্তার অন্তর্জগত অবলোকন, উন্মোচন ও মূল্যায়নের ইচ্ছা থেকে ‘বিন্দু’র (অনলাইন সংস্করণ) বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে৷ সৈয়দ সাখাওয়াৎ-এর যেকোন বই, কিংবা তাঁর যেকোন কবিতা এমনকি তাঁকে নিয়ে স্মৃতিগদ্য লিখতে পারেন আগ্রহী লেখকগণ৷ এই আমন্ত্রণ সকলের জন্য উন্মুক্ত৷
লেখা পাঠানোর শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২২
ইমেইল: bindumag2006@gmail.com
লেখা ইউনিকোডে কম্পোজ করে doc. বা docx. ফাইল মেইলে অ্যাটাচ করে অথবা মেইল বডিতে পাঠাতে হবে৷
- সৈয়দ সাখাওয়াৎ-এর কবিতা ও সাক্ষাৎকার পড়তে এখানে ক্লিক করুন৷
- সৈয়দ সাখাওয়াৎ-এর বই নিয়ে লেখার প্রয়োজনে পিডিএফ দরকার হলে +8801310174639 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন৷
দারুণ হবে৷ বিন্দুর এমন উদ্যোগ প্রশংসনীয়
উত্তরমুছুনএই কারনেই বিন্দুকে ভালবাসি৷ তেলমুক্ত সাহিত্যচর্চার পত্রিকা৷ এমন একজন কবিকে নিয়ে সংখ্যা যাকে সাধারন পাঠকের সামনে তুলে ধরা দরকার৷ শুভকামনা
উত্তরমুছুনnice
উত্তরমুছুনবিন্দু পড়ছি অনেক দিন থেকে।
উত্তরমুছুনভালবাসি।
এবার শ্রদ্ধেয় কবি সৈয়দ সাখাওয়াত হোসেন কে নিবেদিত সংখ্যার জন্য লেখা আহবানে সাড়া দেবো।
কবি কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
কী দারুণ ঘটনা!! লেখাগুলো পড়ার জন্য মুখিয়ে আছি।
উত্তরমুছুনhttps://1.bp.blogspot.com/-QTTVUVjLe4U/Xy6D5lCgE_I/AAAAAAAADiE/nsq8VUSU_eAb1RxQ11aTotmTW8erHEVygCLcBGAsYHQ/s1600/dance1.gif