১
সুতোয় বাঁধানো অক্ষর দড়ি, বোধবাক্যে সাজানো ফাঁসির মঞ্চ কবিতার!
এসো হে সারল্য, ঝুলে পড়ি মহাজাগতিক শূন্যে!
২
ঘুম ঘুমিয়ে গেছে মহুল বনে, নির্জনে
আমি নির্ঘুম!
আকাশ কালো গর্তের ভেতর
৩
গভীর বেদনায়
তুমি চাঁদের জন্য কেঁদেছিলে
এবং আমি আশ্চর্য!
এক ঝাঁক তরুণ মাছ
তোমাকে দেখে
মুচকি হাসে মেঘের নদীতে
৪
আমি দেখতে পাচ্ছি সব
অদেখার না দেখা শৈশব।
শৈশব কৌটোয় চুরি হয়ে গেছে স্বপ্নের ক্রিম।
কবিতা
শামীম সৈকত
শামীম সৈকত
বাহ্! ভাল লাগল। অমিতরূপ চক্রবর্তী
উত্তরমুছুনস্বপ্নের ক্রিম এর আগেও কোন কবিতায় পড়েছিলাম৷ এক বিষয় বারবার লেখার মানে কী?
উত্তরমুছুন