পেটভরা বাওড়
এই পথে যেতে যেতে কতোবার ভেবেছি—
একদিন সোজা চলে যাবো পেটভরা বাওড়ের কাছে
ঢেউয়ের পাশে দাঁড়িয়ে মত্ত হাওয়ায়
ভরে নেবো পেট
আমাদের ফুসফুস ছাপিয়ে উছলে পড়বে স্রোত
জলে ভাসতে ভাসতে দু’একটা মাছ
বিস্ময় জাগিয়ে তলিয়ে যাবে আবার
এখানে শিমুল ফাটা তুলোর পিছে ছুটতে ছুটতে
আমরাও মাতবো— ঘাটে বাঁধা নৌকার গলুইয়ে
লক্ষ্যচ্যুত
তোমার শিশ্নের পাশে ছড়িয়ে আছে— বিচ্ছেদের সুর
কিছুটা ঝুঁকে আছে আদিম রাত, কিছুটা মিলিয়ে গেছে কুয়াশায়
সুর থেকে উঠে আসে প্রাচীন তীরন্দাজ
ঠোঁটে ঠোঁট রেখে শিকার করে যাবতীয় সুখ!
অপার্থিব
এমন অলৌকিক রাতে অরণ্যে ভর করে চাঁদ
জোসনারা পাড়ি দেয় ঢেউয়ে ঢেউয়ে নদী
তীরে জেগে থাকা কুকুরের আর্তনাদে
আমাদেরও প্রেম জাগে
হৃদয় সাঁতরে পাড়ি দিতে চায় অলৌকিক জোসনা
আয়ুস্মতি প্রেম হৃদয়ে পুড়ে মধুমতী বয়ে যায়!
মাহীরের বর্ষা
বর্ষার প্রথম দিনে
পাশ কাটিয়ে যাচ্ছিলো কিছু মেঘ
মাহীর, তোমার সৌম্য চোখে...
বৃষ্টির ফোঁটায় আমরা ভাঙতে চাইছিলাম—
কদমফুলের রহস্য (হয়তো প্রথম নয়)
রহস্যের সীমানা পেড়িয়ে
মাহীর, হেঁটে চললে চৌগাছার দিকে!
তোমার চোখে জড়ো হচ্ছিলো তখন— মেঘ মেদুর
পেটভরা বাওড় ও অন্যান্য কবিতা
তানজিন তামান্না
তানজিন তামান্না
পড়লাম ভাল লেগেছে
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনভালো লাগা,কবি।
উত্তরমুছুনঅবশেষে কবি কুরিয়ার সিরিজ থেকে বের হতে পারলেন৷ নতুন কবিতা ভাল লাগল৷ শুভকামনা কবির জন্য
উত্তরমুছুনঠিকই বলেছেন আপনি 😊 ধন্যবাদ
মুছুনমুগ্ধতা! কবিতাগুলো দারুণ!
উত্তরমুছুন