লাল সুতো
তোর হাতের লাল সুতো ছিঁড়ে -----চিঁরে দিয়েছিস সংবিধানের ধারা
ভা লো বা সা
সব মিথ্যের ভাঙচুর!
আমি সাধ্যের মধ্যে চুমু খাই তোর যুদ্ধের ময়দান
মরে যাই বারবার
আবারো
অনেকবার!
প্রিয় ইউক্রেন! প্রিয় তুমি!
ভেঙ্গে যাবে একদিন ডেস্কটপের মোহ
ডিজিটের খাতায় নাম উঠবে একদিন
লিখা হবে
তোমাকে আর আমাকে।
বহুবার
রাত জাগি তোমায় মনে ধরে
বুলবুল দাদুর মাঠের কিনারায় এক জলজ্যান্ত প্রতিমার ছায়া
দীর্ঘ দিন তোমায় সেই ছায়া মিশে গ্যাছে
আমি দেখেছি নিজ চোখে --- বহুবার --- বহুক্ষন ।
রাত জাগি তোমায় মনে চেপে
রংতুলির কালি আর তোমার চুলের রঙ্গ মিশে গ্যাছে একাকার
দীর্ঘদিন তোমায় মিশে সেই রঙ্গ লাল হয়ে গ্যাছে
আমি দেখেছি অনেক চোখে --- বহুবার ---- বহুক্ষন ।
রাত জাগি তোমায় মনে ঘিরে
সাইকেলের মেকার আমার কাছে এক অদম্য সাহসী যাদুকর
দীর্ঘ দিন তোমায় সেই যাদু , হাওয়ায় মিলিয়ে হারিয়ে গ্যাছে
আমি দেখেছি সবার চোখে --- বহুবার ---- বহুক্ষন ।
ঘুম
ঘুমনোর চেষ্টা চলছে --
চোখের কোনে একটা বড় পাথর আটকে গ্যাছে ! অনেক দিন হোল ।
অনেক যন্ত্রণা দেয় !
অসময়ে তোমাকে বুঝে ফেলার অভিশাপ । ধরে নাও একটি কালো পর্দা - চোখের কালো মনিকে জড়িয়ে আছে ।
আহাম্মক টা বুঝছে না , ওতে আমি কোস্ট পাচ্ছি । প্রতিটা সময় আমায় বারবার কান ধরে ফিরায় । আমি যেন মাঠের পেছনে বল খুঁজতে গিয়ে , না হারিয়ে যাই !
কান্নার ধামা-চাপা চলছে –-
আজকাল আর বাড়িতে বাড়িতে উঠোন থাকে না ! অনেক দিন হল।
অনেক যন্ত্রণা দেয়!
ঘ্রাণের গণিতে বিশাল ফারাক! গ্রামের উকিল পাড়ার মাঠে – খেলার সীমানা ছিল না কোন বয়সের।
বয়সে এসে বয়সের সীমানার পাঠ শেষ ! এখন মাঠে গেলে আর টসে জেতার আগ্রহ নিয়ে হাঁটি না। যেমন ধরুন, আমি যদি বলি– পৃথিবীর সব হত্যাকারীর ফাঁসি হওয়া উচিৎ- আপনার উত্তর কী হবে?
লাল সুতো ও অন্যান্য কবিতা
শুভ্র সরখেল
শুভ্র সরখেল
লাল সুতো ভাল্লাগছে৷ বাকি দুটা মোটামুটি
উত্তরমুছুন