১
বিস্তীর্ণ, তোমাকে পাড়ি দিতে এ জুয়াড়িজীবন—
কত নীরবতা কিংবা কোলাহল ভেঙে
ঢুকে পড়ে বিভ্রমে।
বেরুনোর দৃশ্যে এক শিকারী পাখির উড়াল—
যে ভবিতব্য কিঞ্চিৎ জানে কেবল!
...এমন দৃশ্যায়নের পর
মানুষের শিহরিত চোখ গেঁথে রাখে
জনৈক প্রেমিক কিংবা বিপ্লবীর মুখ
২
মুখ, তোমাকে ঢেকে দিতে যত কলাকৌশল—
সবটুকু ধরে রেখেছে কেবল
উচ্ছন্নে যাওয়া মন।
উৎরে যেতেই যেন এক বিধ্বস্ত সন্ধ্যা—
যে আহ্নিক আঁকেনি কখনও!
...এমন দৃশ্যায়নের পর
কিশোরী মেদুর অনুসরণ করে
বিদিকের রাগিনী মেঘ কিংবা নাম।
৩
নাম, তোমাকে ঘিরেই সৃষ্ট শব্দের অভিধান—
বিশেষত্ব ধরে রেখেছে যেন
মানুষের ব্যাকরণ।
ভেঙে দেওয়ার পর থাকে বিবিধ অক্ষর—
যে রেখেছে স্থির, সমূহ-উচ্চারণ!
...এমন দৃশ্যায়নের পর
ঘুমিয়ে পড়ি শিশুর ভেতর—
যার ভেতর বিস্তীর্ণ নিমগ্ন ভাষা।
এমন দৃশ্যায়নের পর
শ্রী দেব
শ্রী দেব
নতুন ধরনের কবিতা পড়লাম৷ একারনেই বারবার বিন্দুতে আসি৷ বিন্দু প্রকাশের জন্য অপেক্ষা করি৷ এমন কবিতার আশায় বিন্দুর দিকে চেয়ে থাকি৷
উত্তরমুছুন