সামন্ততান্ত্রিক জাপান তখন গৃহযুদ্ধের তুঙ্গে, একের পর এক শহরের দখল নিচ্ছে হানাদার সেনাবাহিনী। এসবের মধ্যেই একটা গ্রামে সেনাবাহিনী পৌঁছানোর আগেই সবাই উধাও, পালিয়ে গেছে। কেবল রয়ে গেছেন একজন জেন গুরু।
সেই একলা বৃদ্ধের প্রতি কৌতূহলবশতই সেনাপ্রধান এগিয়ে গেলেন মন্দিরের দিকে। কেমন লোক এই জেন গুরু সেটা একবার নিজের চোখেই দেখে নিতে চান। অথচ মন্দিরে প্রবেশের পর সেনাপ্রধানকে কোনরকম আলাদা অভ্যর্থনা বা আনুগত্য দেখানো হলো না, যেসব আচরণে তিনি অভ্যস্ত। রাগে ফেটে পড়লেন সেনাপ্রধান। তরবারি হাতে নিতে নিতে চিৎকার করে উঠলেন, “আহাম্মক! তুমি বুঝতে পারছো না, যার সামনে তুমি দাঁড়িয়ে আছো সে তোমার গর্দান নিতে পারে চোখের নিমিষেই!”
এমন ধমকেও জেন গুরুর মধ্যে তেমন একটা নড়াচড়া দেখা গেলো না। তিনি বরং শান্ত স্বরে উত্তর দিলেন, “আর তুমি কি বুঝতে পারছো, তুমি দাঁড়িয়ে আছো যার সামনে চোখের নিমিষেই তার গর্দান নেয়া যায়?”
নির্ভয়
(জেন গল্প)
অনুবাদ: নুসরাত জাহান
(জেন গল্প)
অনুবাদ: নুসরাত জাহান
ভালো,শিক্ষণীয়
উত্তরমুছুন