দশ
রেললাইনের মতো সরল আমাদের জীবন।
পাশাপাশি সমান্তরাল ছুটতে ছুটতে একে অপরকে দেখি
অথচ পৃথিবীর অথচ এই রেখা দুটি কোনোদিন হয়না এক!
এগারো
সারসের মতো বিশাল ডানা মেলে চলে যাও বুকের পাশ দিয়ে
ধারালো পালকে কেটে যাওয়া হৃদয় আমার চেয়ে থাকে—
তোমার উড়ে যাওয়া আকাশের দিকে...
বারো
কী এক ইশারা তোমার
কী নীলরূপী সুন্দরী মুখ
শরীরে বিষের বোতল রেখে ডাকো আমাকে—
আর সামনে কবর জেনেও মৃত্যুর দিকে যাই!
তেরো
ফুলের কাছে যাই— ছুঁই, ঘ্রাণ নিই বুকে
ফুলের সৌন্দর্য ও সুবাসে ভরে ওঠে তোমার মুখ ও মন।
আমি ফুল ছিঁড়ি না!
সপ্তমী দাশ সিরিজ
হিম ঋতব্রত
হিম ঋতব্রত
বাহ্! খুব ভাল লাগল। অমিতরূপ চক্রবর্তী
উত্তরমুছুননতুন সিরিজের উদ্বোধন হলো বিন্দুতে৷ ভালো লেগেছে৷ শুভকামনা রইল
উত্তরমুছুন