ডুমুর গাছ জানে না
ক্ষিপ্ত ষাঁড় তোমাকে জানে না
ঘোড়া
এমনকি নিজের বসত বাড়ির পিঁপড়ে
বিকেল কিংবা বাচ্চারা কেউ তোমাকে চেনে না
কারণ তুমি মৃত
পাথুরে পিঠ তোমায় চেনে না
কালো রেশমি কাপড়
তোমার ঘুমন্ত স্মৃতি তোমাকে জানে না
কারণ চিরকালের জন্য মারা গেছ তুমি
ছোট শাদা শামুক নিয়ে শরৎকাল দোল খাবে
আঙুরের শরীরে লেগে থাকবে কুয়াশার ছোরা
পাহাড়ের দল
কেউ তোমার দিকে তাকাবে না
কারণ চিরকালের জন্য মারা গেছ তুমি
পৃথিবীর সমস্ত মৃতদের মতো
তুমি মারা গেছ
সব মৃতদের মতো প্রাণহীন কুকুরের স্তূপে তুমি
তোমাকে কেউ চেনে না
তবু তোমার গান গায়
মৃত্যুর জন্য কী নিদারুণ তৃষ্ণা তোমার
দুঃখের গাঁথা দীর্ঘ হবে হয়তো
কখনো জন্মের আগে
আন্দালুসিয়ান বীর
কান্নার শব্দের ভেতর গানের উচ্চারণ
জলপাই গাছের ভেতর
বিষন্ন সময় মনে হয় তবু...
আত্মার গরহাজির
ফেদেরিকা গার্সিয়া লোরকা
অনুবাদ : অভিজিৎ বসু
ফেদেরিকা গার্সিয়া লোরকা
অনুবাদ : অভিজিৎ বসু
মন্তব্য