কুন ফাইয়াকুন
আ-দম-শরীর দম নিচ্ছে … প্রবেশ করছে, উদ্দাম হাওয়া!
সবুজাভ গহীন অরণ্যে
ফুলেল পরাগে মুখরিত জশনে জৌলুশে
বসেছে মজমা,
মৌমাছী-কুলের দরবার, নৈকট্যশরীফ!
এই
লেনাদেনাঘাটে
ভুলে
দেনদরবার, ফুলে ফুলে গুঞ্জন মুখর মন
ডাকছে, তোমাকে—
(সঙ্গ
মিতরূপে) বিচ্ছুরিত নূর, বলছে—
(…………………………………………………………)
বর(ং)
আপনা’কে হেরায় … নীরব সাধনে …
হেরার গুহায়
ধ্যানের নৈবদ্যে হও সবুজ যায়নমায; তা'তেই নমায পড়ি!
খোদের আধারে
(নহে খোদদারী!) জিহ্বার নির্ম্মল স্বাদে উচ্চারণ করি, কুন ফাইয়াকুন! …
সেতু
আপনি থেকে তুমি,
মাঝখানের সেতুটুকু পাড়ি দিতে কী যে শিহরণ লাগে—
যে'টুকু লাগে না, পৃথিবীর দীর্ঘতম সেতুতে …
আপনি থেকে তুমি, মাঝখানে নদী,
নড়বড়ে রঙ্গিলা বাঁশের সাঁকো কিংবা পুলসিরাত— দুইটা তটের হিয়া …
[বঙ্গীয় শব্দকোষ (শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়), বঙ্গীয় শব্দার্থকোষ ও ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থ বিধি (কলিম খান-রবি চক্রবর্তী) অনুসৃত] প্রকৃতিপুরুষ ভাষাদর্শন-এর বানান রীতিতে সম্পাদিত।]
দুইটি কবিতা
আরণ্যক টিটো
আরণ্যক টিটো
আরণ্যক টিটো বরাবরেই জোশ কবি৷ কবিতায় হিন্দুয়ানী মিথের ব্যবহার আমাকে আপ্লুত করে৷ এমন কবি এসময়ে বিরল
উত্তরমুছুনশুভেচ্ছা আপনার জন্য ...
উত্তরমুছুন