সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেট এবং কুড়িগ্রামের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আপনারা জানেন। ১৮ জুন প্রথম আলোর প্রতিবেদনে লেখা হয়েছে, “উত্তরের জেলা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা, ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া দুধকুমারসহ ১৪টি নদ–নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৯টি উপজেলার মধ্যে ২৫টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে প্রায় শতাধিক চর।”
পানি বন্দী মানুষ বসতভিটা, সহায়-সম্পদ ছেড়ে অসহায় হয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। বন্যার কবলে ভেসে যাচ্ছে ঘর-বাড়ি। ডুবে গেছে ফসলের মাঠ। এখন কোথায় গিয়ে দাঁড়াবেন তারা? এই অনিশ্চয়তায় অর্ধাহারে-অনাহারে কাটছে তাদের দিন রাত। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
আমরা মনে করি এ দুষ্কালে সরকার তো বটেই, গোটা দেশবাসী যদি বিপন্ন মানুষ ও মানবেতর প্রাণীদের পাশে না দাঁড়ায়, তাহলে এ সংকট মোকাবেলা অসম্ভব হয়ে যাবে।
শিল্প-সাহিত্যের লিটল ম্যাগাজিন বিন্দুর পক্ষ থেকে একটি ত্রাণতহবিল গঠন করা হয়েছে। আমরা নিজেরা সাধ্যমতো অর্থ ও শ্রম দিয়ে তহবিলের যাত্রা শুরু করেছি৷ যে কেউ এ তহবিলে অর্থসহযোগিতা পাঠাতে পারবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা বন্যার্তদের সহযোগিতা পাঠাতে পারবো বলে আশা করছি৷ আমাদের সাধ্য অতি সামান্য হওয়ায় ইচ্ছে থাকলেও বিরাটাকার কিছু করা সম্ভব না৷ তাই কুড়িগ্রামেই এ উদ্যোগকে সীমাবদ্ধ রাখা হয়েছে৷
যাঁরা অর্থসহযোগিতা পাঠাবেন ফেসবুকে তাঁদের নাম প্রকাশ করা হবে। তবে অনিচ্ছুকদের নাম অবশ্যই গোপন রাখা হবে। আসুন, কুড়িগ্রামে বন্যা কবলিত মানুষের চলমান সংকট নিরসনে নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়াই৷ সম্মিলিত প্রয়াসে আমরা এ সংকটের উত্তরণ ঘটাবোই। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
অনুদান ও যোগাযোগ:
সাম্য রাইয়ান 01783116260 (বিকাশ+নগদ)
রাশেদুন্নবী সবুজ 01971266466 (নগদ)
মাহফুজুর রহমান লিংকন 01719113944 (বিকাশ+নগদ)
আহমেদ মওদুদ 01705957383 (নগদ)
শামীম সৈকত 01855829182 (বিকাশ)
মোকলেছুর রহমান 01911807869 (বিকাশ)
মন্তব্য