হরিণদের হাঁটা পথ
বনের যে পথটি পেরিয়ে
হরিণেরা প্রতিদিন জল খেতে যায়
সেই পথটিও জানে,
জল ও হরিণের সম্পর্ক
হয়তো, বিকলাঙ্গ
অন্ধ শাবকটিও বোঝে
সকল ইঙ্গিত
তারপর সারাবেলা টুপটাপ টুপটাপ
মাঝরাতে অলৌকিক শনশন
অসম্ভব তছনছ পেরিয়ে
আসে একটি নতুন ভোর--নতুন পথ-
নতুন পুকুর
বিষণ্ণ হরিণ-মাতার, জখম বোঁটা থেকে
গলে পড়ে নতুন দুধ ...
মেঘ হয় মাছরাঙা
বাঁশপাতা মাছের ঝাঁকে আলোর ঠিকানা লেখা আছে।
তবু একটি বোকা মেয়ে,
আমাকে মৃত ভেবে
বিধবা সেজেছে।
আমিও নিজেকে মৃত ভেবে দেখেছি,
আমাকে ছাড়াই দিব্যি চলছে পৃথিবী
শুধু, একটি ইক্ষু ক্ষেতের আলে
কিছু কাকলাস মরণপণ গান জুড়েছে
আর তখনই একটি মাছরাঙা
পুকুর থেকে
নদী থেকে
ঝর্ণা থেকে
জল ছুঁয়ে ছুঁয়ে, মেঘ হয়ে গেছে।
দুইটি কবিতা
পল্লব গোস্বামী
পল্লব গোস্বামী
মন্তব্য