বসন্তের শুভেচ্ছা!
উত্তরবঙ্গের শীত ক্যালেন্ডার মানে না। বসন্তের রাতে, ঠক্ ঠক্ কাঁপতে হচ্ছে ঠাণ্ডায়! নানাবিধ দৌড়াদৌড়ির কারণে ফেব্রুয়ারির পাঁচ তারিখের সংখ্যা প্রকাশ হলো চৌদ্দ তারিখ, পয়লা বসন্তে! আসলে ‘উৎপলকুমার বসু’র প্রিন্টেড কপি নিয়ে এতই ব্যস্ততা যাচ্ছে, যা ফলে সংখ্যা প্রকাশের এই বিলম্ব। আগামী মাসেও বিলম্ব হবে।
জ ন স্বা র্থে স ত র্ক তা
বইমেলার মাসে
বইয়ের বাহারি বিজ্ঞাপনে
মাথা খারাপ করে
কোনো সিদ্ধান্ত নিয়েন না।
মাথা ঠাণ্ডা রাখেন।
কুল ম্যান
COOOOL
কুড়িগ্রাম এ একদিন দেখা হবে ইনশাআল্লাহ
উত্তরমুছুনআমি মনোজ অধিকারী, কবি, কবিতা লিখতে খুব ভালোবাসি, আজও লিখে চলেছি। আমি একটা কবিতা এখানে দিলাম, ভালো লাগলে জানাবেন, কবিতা কোথাও ছাপা হয়নি
উত্তরমুছুনযোদ্ধা
মনোজ অধিকারী
সীমানা বলে কিছু হয় না
ডানা ঝাপটালো সকাল বেলার পাখি
ইছামতি ছুটল নিজের মতো করে
দূরের সমুদ্রে পাড়ি …
মনটাও খুব দেখনদারি, উলটে পাল্টে দেখে
নিজেকে, প্রথম থেকে, লিখো, না হলে
কথা বলব না, আড়ি
লিখতে বসে মন একমাত্র পাশের বাড়ি
ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায় বেড়াল
আয় দুধ খাবি
যন্ত্রাংশে লিখত হয় এইসব গেরস্থালি
ইউক্রেনের যুদ্ধে আমাকে কেউ ডাকেনি
এখান থেকেই বোমা ছুঁড়ে মারি।
phone no. 7797702872 (whatsup), email. : vlemanoj14@gmail.com